ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দৃশ্য দাবিতে সম্প্রতি একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটিতে দুজন নারী পুরুষ একে অপরকে চুম্বন করতে দেখা যায়।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তরুণ-তরুণীর চুম্বনরত অবস্থার এই ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো স্থানের নয় বরং, ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, এটি ভারতের উত্তর প্রদেশের একটি ক্যাম্পাসের ভিডিও।
এই বিষয়ে অনুসন্ধানে ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস -এর মারাঠি ভাষার সংবাদ ওয়েবসাইটে ২০২৪ সালের ২৬ জুন ‘Viral news: कॉलेजच्या आवारात लव्हबर्डचं घाणेरडं कृत्य; किसिंग अन् अश्लील कृत्य करतानाचा व्हिडिओ व्हायरल’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদনে ব্যবহৃত ফিচার ইমেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর নির্দিষ্ট ফ্রেমের সাদৃশ্য লক্ষ্য করা যায়। প্রতিবেদনটিতে ভিডিওটি প্রাথমিকভাবে ভারতের নয়ডার একটি ক্যাম্পাসের ঘটনা বলে উল্লেখ করা হয় । এ ছাড়াও, প্রতিবেদনে নেটিজেনদের সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়ার বরাতে বলা হয়, অনেকে দাবি করেছেন যে এই ভিডিওটি পুরানো। কেউ কেউ বলেছেন যে এই ভিডিওটি এর আগেও ভাইরাল হয়েছিল।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ভারতের কান্নাডা ভাষার সংবাদ চ্যানেল ‘TV9 Kannada’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৫ আগস্ট এই বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের দাবি অনুযায়ী, ঘটনাটি ২০২৩ সালে নয়ডার একটি বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল।
এছাড়াও, ভারতের সংবাদ মাধ্যম ‘IBC24’ এর ওয়েবসাইটেও ২০২৩ সালের ২০ মে এই বিষয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। তবে, প্রতিবেদনটিতে ঘটনাটি নয়ডার একটি পরিচিত বিশ্ববিদ্যালয়ের বলে জানা গেছে বলে উল্লেখ করা হয় এবং শেষে বলা হয়, IBC24 এই ভাইরাল ভিডিওর সত্যতা নিশ্চিত হতে পারেনি।
এছাড়া, আলোচিত ভিডিও ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের এমন দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
অর্থাৎ, এটি নিশ্চিত যে ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো ক্যাম্পাসের জায়গার ভিডিও নয়।
সুতরাং, ইন্টারনেট থেকে ভারতীয় তরুণ-তরুণীর চুম্বনরত অবস্থার ভিডিও সংগ্রহ করে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।