ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ 

আরটিভি নিউজ

বুধবার, ২৫ জুন ২০২৫ , ০১:৫৯ এএম


loading/img
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ । ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিকট শব্দে ককটেল বিস্ফরণের ঘটনা ঘটেছে।  

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ১০ টার পর এ ঘটনা ঘটে। তবে এর সঙ্গে জড়িত কাউকে এখনও আটক করা যায়নি।

ঘটনাস্থলে অবস্থানরত শিক্ষার্থীরা জানান, অজ্ঞাত ব্যক্তিরা বাইকে করে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল সদৃশ বস্তু ফেলে দিয়ে চলে যায়। এ সময় বিকট শব্দে কেঁপে ওঠে টিএসসি এলাকা।  

বিজ্ঞাপন

ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সম্মিলিতভাবে রুখে দেওয়া হবে জানিয়ে আব্দুল ওয়াহিদ নামে এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ককটেল বিস্ফোরণ হয়েছে। নিরাপদ ক্যাম্পাস ও দেশ নিশ্চিতে ডাকসুর বিকল্প নাই বলেও দাবি করেন তিনি। 

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে আমাদের প্রক্টরিয়াল টিম গিয়েছে। সেখানে সহকারী প্রক্টররা আছেন। শাহবাগ থানার পুলিশ সেখানে উপস্থিত আছে। এটা ককটেল বা বড় ধরণের পটকা হতে পারে। তবে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি বলে জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |