ঢাকাবৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

ফেসবুকে ‘ভালোবাসি লিসা’ পোস্ট করে ছাদ থেকে লাফ দিলেন রাবি শিক্ষার্থী

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ , ০১:৫২ এএম


loading/img
সাদ আহমেদ। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ভালোবাসি লিসা’ পোস্ট দিয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সাদ আহমেদ নামে এক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) রাত সোয়া ১১টার দিকে সাদ আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের চার তলার ওপর থেকে ‘আল্লাহু আকবার’ বলে লাফিয়ে নিচে পড়েন। এ ঘটনায় তার দুই পা ভেঙে গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।   

সাদ আহমেদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি কুরআনের একজন হাফেজ। আত্মহত্যার চেষ্টার আগে তিনি ফেসবুকে কয়েকটি পোস্ট করেন। 

বিজ্ঞাপন

ঘটনার বর্ণনা দিয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি মাত্রই ছাদে উঠেছিলাম, ৩ তলায় উঠার পরে একজন জোরে ‘আল্লাহু আকবার’ বলে এবং পরক্ষণেই হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। তারপর ওখান থেকে দৌড়ে এসে দেখি একজন মাটিতে পড়ে আছে। তার পায়ের অবস্থা খুবই খারাপ। দুই পাই ভেঙে গেছে মনে হয়। পরে অ্যাম্বুলেন্স এসে তাকে রামেকে নিয়ে যায়। 

প্রেমিকা লিসাকে উদ্দেশ্য করে পোস্টে সাদ আহমেদ লেখেন, লিসা তুমি জানতা তোমাকে আমি কত্তটা ভালোবাসি তবুও কেন এমন করলে? সব জায়গায় সেইম ইফোর্ট সেইম ডায়ালগ কীভাবে পারো লিসা? মানুষ এতটা সাইকো কীভাবে হয়? তোমাকে তো বলেই ছিলাম আমার সঙ্গে চিট করলে কিন্তু আমার বন্ধু ফিরোজের মতো আমাকেও মরা ছাড়া উপায় থাকবে না। এত্ত করে বুঝাইলাম তাও বুঝলে না। 

আরেকটি পোস্টে তিনি লিখেছেন, সরি আম্মু পারলে মাফ করে দিও। তুমি আমার আম্মু ছিলা, তুমি আমার আব্বু ছিলা।
আর আমার বাপ একটা জানোয়ার। 

বিজ্ঞাপন

অন্য একটি ফেসবুক পোস্টে লেখেন, সময়ের অভাব আর কষ্টের কারণে সব ভালোভাবে বলতে পারলাম না। আর হা আমার খুব ইচ্ছা আমার কবর হবে মসজিদের পাশে। যেখান থেকে আমি ইমামের তেলাওয়াত শুনতে পারবো। আর প্লিজ কেউ একটু আম্মুক দেইখেন ফাইনানসিয়ালি।   

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমরা ঘটনাটি শোনামাত্রই সেখানে অ্যাম্বুলেন্স পাঠাইছি। তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা বিস্তারিত কিছু জানতে পারিনি বলেও মন্তব্য করেন তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |