ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

নাসিমকে নিয়ে কটূক্তি: রাবির সেই শিক্ষককে সাময়িক বরখাস্ত

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৭ জুন ২০২০ , ০৩:৪৬ পিএম


loading/img
রাবি শিক্ষক জাহিদুর রহমান

প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহানের সভাপতিত্বে উপাচার্য ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য ও মাদার বখশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল আলীম। 

বিজ্ঞাপন

তিনি বলেন, সিন্ডিকেট সভায় শিক্ষক কাজী জাহিদুর রহমানকে (কাজী জাহিদ) সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি মামলায় জেলে আছেন সেজন্য বিশ্ববিদ্যালয়ের আইন সেলের পরামর্শ মতো সিন্ডিকেট এ সিদ্ধান্ত নেয়।

প্রসঙ্গত, এর আগে একই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত বুধবার (১৭ জুন) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে সেই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

এজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |