ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ধর্ষণ-নিপীড়ন বন্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

আরটিভি নিউজ

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ১১:২১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

দেশজুড়ে নারীদের ওপর মহামারির মতো ছড়িয়ে পড়া ধর্ষণ-নিপীড়ন বন্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। 

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘গণঅভ্যুত্থানে নারী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান শেষে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে হাতে নিপীড়ন-ধর্ষণ বন্ধ এবং ধর্ষকদের বিচারে দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে নারী নিপীড়ন বন্ধে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। 

সকল ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী নাদিয়া আক্তার বলেন, প্রতিবছর নারী দিবস আসে আর যায় অথচ নারীদের প্রতি অব্যাহত নিপীড়ন, ধর্ষণ, হামলা কোনটিই বন্ধ হয় না। গত কিছুদিন ধরে এটি মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। আজকে নারী দিবস থেকে আমরা এই বার্তা দিতে চাই যে, নারীর প্রতি কোন প্রকার নিপীড়ন সহ্য করা হবে না।  

বিজ্ঞাপন

অবিলম্বে ধর্ষকদের বিচারের আওতায় এনে দেশে সুশাসন আর নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভান তাহসীভ বলেন, গত কিছুদিন একটি বড় গণ-আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার হটিয়েছি। আমরা একটি নিরাপদ ও সুন্দর দেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু গত কয়েকদিনের অব্যাহত ধর্ষণের ঘটনায় আমাদের আশা ভঙ্গ হয়েছে। 

আরটিভি/কেএইচ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |