ঢাকাশুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

কোনো একটা দল না এলেও নির্বাচন হবে : ইসি 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২ , ০৭:৩৯ পিএম


loading/img
নির্বাচন কমিশনার মো. আলমগীর

কোনো একটা দল না এলেও সময়মতো নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৫ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মো. আলমগীর বলেন, সময়মতো সংসদ নির্বাচন না-হলে ইসিকে সংবিধান লঙ্ঘনের জন্য দায়ী হতে হবে। কোনো একটা দল না এলেও আমাদের নির্বাচন করতে হবে। অর্থাৎ, কোনো দল এলেও নির্বাচন হবে, না এলেও নির্বাচন হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনো একটি দলকে নির্বাচনে আনা বা না-আনার দায়িত্ব ইসির নয়। সংবিধানের কোথাও আমাদের এই দায়িত্ব দেওয়া হয়নি।

ইভিএমের বিষয়ে ইসি বলেন, রাজনৈতিক সংলাপে বেশির ভাগ দল ইভিএমের পক্ষে মত দিয়েছেন। ইভিএমের কারণে কোনো দল নির্বাচনে না এলেও সংবিধান অনুযায়ী আগ্রহীদের নিয়ে নির্বাচন কমিশন নির্বাচন করবে।

মো. আলমগীর বলেন, সব রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন করতে হবে, সংবিধানে এ কথা বলা হয়নি। কোনো দলের সক্ষমতা না-ও থাকতে পারে। আমাদের দিনক্ষণ গুনে কিন্তু নির্বাচন করতে হবে। তবে, এখনও তো এক বছর সময় আছে, আশা করছি তারা আসতেও পারে।

বিজ্ঞাপন

সংসদ নির্বাচনে ইভিএম কোথায় ব্যবহার হবে তা তফসিলের সময় ফাইনাল হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |