ঢাকাশনিবার, ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

জনপ্রিয় কৌতুক অভিনেতার মৃত্যু, যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০২:০৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জনপ্রিয় টিভি সিরিজ ‘কমেডি খিলাদিগালু ৩’-এর বিজয়ী, কন্নড় ও তুলু ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অভিনেতা রাকেশ পূজারী মারা গেছেন। রোববার (১১ মে) দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। 

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা গেছে, কর্ণাটক রাজ্যের উদুপি জেলায় একটি বিয়ের মেহেদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেতা রাকেশ। সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে আর বাঁচানো যায়নি তাকে।

জানা গেছে, এ অভিনেতা অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। তখন হঠাৎ করেই পড়ে যান তিনি। পরে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ কৌতুক অভিনেতার আকস্মিক মৃত্যুতে কারকালা টাউন থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। তার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। কমেডি খিলাদিগালুর একজন বিচারক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সদা হাস্যোজ্জ্বল রাকেশ, আমার প্রিয় রাকেশ... সবচেয়ে মিষ্টি, দয়ালু ও প্রেমময় ব্যক্তি। তোমাকে অনেক মিস করব রাকেশ।

এদিকে ‘কান্তরা: অধ্যায় ১’ সিনেমায় অভিনয়ের কথা ছিল অভিনেতা রাকেশের। রোববার মেহেদি অনুষ্ঠানে যাওয়ার আগে সিনেমাটির শুটিংও করেছিলেন তিনি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন।

প্রসঙ্গত, ২০২০ সালে শোয়ে জয়ী হওয়ার পর কর্ণাটকে জনপ্রিয় নাম হয়ে উঠেন রাকেশ। এর আগে ‘কদলে বাজিল’ নামক একটি রিয়েলিটি শোয়ে অংশগ্রহণের পর খ্যাতি অর্জন করেন তিনি।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |