ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

তাদের ‘পারবো না ছাড়তে তোমায়’

বিনোদন ডেস্ক

রোববার, ২৬ জুলাই ২০২০ , ০২:৫৫ পিএম


loading/img
ছবিতে শুভ-প্রমা।

কাজী শুভ। নিজস্ব গায়কীর ব্যতিক্রমী ঢং আর সুরের যাদুতে মুগ্ধ করেছেন বাংলা গানের শ্রোতাদের। আধুনিক গানের পাশাপাশি ফোক গানেও রয়েছে তার অনবদ্য বিচরণ। তার কণ্ঠে ‘ও সোনা বউ শুনছনি’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

বিজ্ঞাপন

এই শিল্পী হাজির হচ্ছেন আরও একটি নতুন গান নিয়ে। গানের শিরোনাম ‘পারবো না ছাড়তে তোমায়’। এ মিজানের লেখা এই গানে কাজী শুভ দ্বৈত কণ্ঠে গেয়েছেন নতুন প্রজন্মের পরিচিত মুখ প্রমা শেখের সঙ্গে। এর সুর করেছেন কাজী শুভ এবং সংগীতায়োজনে ছিলেন রাফি মোহাম্মদ।

প্রমা জানান, গানটি প্রকাশ হবে ভিডিও আকারে। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় ভিডিওতে দুই শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন অলংকার ও তমাল।

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘ঈদ উপলক্ষে আমার গাওয়া বেশ কিছু গান প্রকাশ হবে। তার মধ্যে ‘পারবো ছাড়তে তোমায়’ গানটি রোমান্টিক ধাঁচের। প্রমা ও আমি চেষ্টা করেছি শ্রুতিমধুর করে গানটি গাইতে। আশা করছি এটি ঈদ উল আজহায় শ্রোতাদের মন মাতাবে।’

সবকিছু ঠিক থাকলে আসছে ২৭ জুলাই হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘পারবো না ছাড়তে তোমায়’ গানটি।

এম

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |