• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

তাদের ‘পারবো না ছাড়তে তোমায়’

বিনোদন ডেস্ক

  ২৬ জুলাই ২০২০, ১৪:৫৫
shuvo, proma,
ছবিতে শুভ-প্রমা।

কাজী শুভ। নিজস্ব গায়কীর ব্যতিক্রমী ঢং আর সুরের যাদুতে মুগ্ধ করেছেন বাংলা গানের শ্রোতাদের। আধুনিক গানের পাশাপাশি ফোক গানেও রয়েছে তার অনবদ্য বিচরণ। তার কণ্ঠে ‘ও সোনা বউ শুনছনি’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছে।

এই শিল্পী হাজির হচ্ছেন আরও একটি নতুন গান নিয়ে। গানের শিরোনাম ‘পারবো না ছাড়তে তোমায়’। এ মিজানের লেখা এই গানে কাজী শুভ দ্বৈত কণ্ঠে গেয়েছেন নতুন প্রজন্মের পরিচিত মুখ প্রমা শেখের সঙ্গে। এর সুর করেছেন কাজী শুভ এবং সংগীতায়োজনে ছিলেন রাফি মোহাম্মদ।

প্রমা জানান, গানটি প্রকাশ হবে ভিডিও আকারে। সৌমিত্র ঘোষ ইমনের পরিচালনায় ভিডিওতে দুই শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন অলংকার ও তমাল।

গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘ঈদ উপলক্ষে আমার গাওয়া বেশ কিছু গান প্রকাশ হবে। তার মধ্যে ‘পারবো ছাড়তে তোমায়’ গানটি রোমান্টিক ধাঁচের। প্রমা ও আমি চেষ্টা করেছি শ্রুতিমধুর করে গানটি গাইতে। আশা করছি এটি ঈদ উল আজহায় শ্রোতাদের মন মাতাবে।’

সবকিছু ঠিক থাকলে আসছে ২৭ জুলাই হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘পারবো না ছাড়তে তোমায়’ গানটি।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গান ও সাংবাদিকতা নিয়ে রমার ব্যস্ততা
নেতাকর্মীদের বক্তৃতা ও স্লোগান দেওয়ার প্রশিক্ষণ দিতে হবে: ফখরুল
দুদিন ধরে পানি নেই কিশোরগঞ্জ সদর হাসপাতালে, ভোগান্তিতে রোগীরা
‘কোটা না মেধা’ স্লোগানে উত্তাল শহীদ মিনার