ঢাকাশুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১

এবার প্রেমিক-প্রেমিকার বড় পর্দায় রোমান্স

বিনোদন ডেস্ক

রোববার, ০২ আগস্ট ২০২০ , ১০:৫৭ এএম


loading/img
ছবিতে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন ।

অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন প্রেমিক-প্রেমিকা জুটি প্রথমবারের জন্য সিনেমায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন।

বিজ্ঞাপন

টেলিভিশনের পর্দাতেও একাধিকবার তাদের দেখা গিয়েছে একসঙ্গে কাজ করতে। নন-ফিকশন, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি রীতিমতো হিট! এবার বড় পর্দায় রোমান্স করবেন তারা। পরিচালনায় আছেন রাজা চন্দ।

সিনেমায় আরও একটা সারপ্রাইজ হলো অভিনেত্রী পায়েল সরকার। পরিচালক রাজা চন্দ জানিয়েছেন, সিনেমার গল্প ইন্দ্রজিৎ ও কৃতী- এই দুই চরিত্রকে ঘিরে। জুনিয়র ডিজাইনার ইন্দ্রজিতের কথা বলার ভঙ্গিতে মুগ্ধ হয় তারই সিনিয়র কৃতী। সে পেশায় একজন ডিজাইনার। সেই রেশ ধরেই কৃতী প্রেমে পড়ে যায় ইন্দ্রের। কিন্তু এই ছেলেটির মধ্যে আরও একটি প্রতিভা রয়েছে। সে ম্যাজিক দেখাতে পারে। চারিদিকের জিনিসপত্র দিয়ে সাধারণ ম্যাজিক দেখানো ছাড়াও সে রীতমতো পারফর্ম করে স্টেজে। এভাবেই এগিয়েছে ছবির গল্প।

বিজ্ঞাপন

‘ম্যাজিক’ নামের এ ছবিটি পরিচালক রাজা চন্দের স্বপ্নের প্রজেক্ট বলে জানিয়েছেন তিনি। সব ঠিক থাকলে ৬ আগস্টেই শুরু হয়ে যাবে শুটিং।
এম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |