• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

ঈদের তৃতীয় দিনে আরটিভিতে যা থাকছে 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২০, ১৯:১৯
Drama scene.
নাটকের দৃশ্য।

ঈদ উপলক্ষে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির অনুষ্ঠানমালায় এবারও এসেছে ভিন্নতা। দর্শকদের জন্য আছে ঈদের সাত দিনের জমকালো আয়োজন।

চলুন জেনে নিই ঈদের তৃতীয় দিন কী থাকছে

সকাল ১০টা ১০মিনিটে উপভোগ করবেন বাংলা ছায়াছবি ‘স্বামী স্ত্রীর ওয়াদা’। অভিনয়ে আছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সাওদাগরসহ অনেকে।

দুপুর ২টা ১০ মিনিটে দেখবেন বাংলা ছায়াছবি ‘জিদ্দি মামা’। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ।

বিকেল ৫ টা থেকে দেখবেন বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ড্যানসিং এ্যাঞ্জেলস্’। শিল্পী আখি আফরোজ, প্রযোজক: উজ্জল রহমান।

বিকেল ৫ টা ৩০ মিনিটে দেখেবেন একক নাটক ‘এবার ঈদে বাড়ি যাবোই’। অভিনয়ে আছেন তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।

সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দেখেবন একক নাটক ‘অন্তরীণ’। রচনা করেছেন তির্থক আহসান রুবেল; পরিচালনায় ছিলেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে স্মৃতি ফামি, মুকিত জাকারিয়া, টুটুল চৌধুরী, মানসি প্রকৃতি, নিথর মাহবুব, রেগান সোহাগ প্রমুখ।

রাত ৯ টায় দেখেবন একক নাটক ‘স্বার্থপর’। রচনা ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান; অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী প্রমুখ।

রাত ১০ টায় দেখেবন একক নাটক ‘ব্যাঞ্জনবর্ণ’। এটি রচনা ও পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে আছেন মোশাররফ করিম, সায়লা সাবি, মনিরা মিঠুসহ অনেকে।

এছাড়া রাত ১১ টা ৩০ মিনিটে দেখবেন আরও একটি একক নাটক ‘বক্কর এখন ব্যাংকার’। রচনা করেছেন মিজানুর রহমান বেলাল। পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয়ে আছেন চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, ফখরুল বাসার মাসুম, শাফিক খান দিলু প্রমুখ।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবু সাঈদ মারা যায়নি, আছেন ফ্রান্সে: ফ্যাক্ট চেক যা বলছে
উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেলে যা করবেন সাদিয়া আয়মান
বড়দিনে আরটিভির বিশেষ নাটক ‘বউয়ের মন পুলিশ পুলিশ’
আরটিভিতে আজ (২৪ ডিসেম্বর) যা দেখবেন