ঢাকাবৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

করোনায় আক্রান্ত রামেন্দু ও ফেরদৌসী মজুমদার দম্পতি 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ , ০২:৫৪ পিএম


loading/img
ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদার। ফাইল ছবি।

খ্যাতনামা অভিনয়শিল্পী দম্পতি রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন তারা।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ আগস্ট) সকালে গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন রামেন্দ্র মজুমদার নিজেই।

তিনি বলেন, গত ১৪ জুলাই ফেরদৌসীর করোনা উপসর্গ দেখা দেয়, পরে ১৮ জুলাই টেস্ট করা হলে রেজাল্ট পজিটিভ আসে। তার এক সপ্তাহ পর আমারও জ্বর জ্বর ভাব তৈরি হয়, তখন আমার টেস্ট করানোর পর পজিটিভ রেজাল্ট আসে। এখন দুজনই সুস্থ আছি।

বিজ্ঞাপন

নাট্যব্যক্তিত্ব আরও বলেন, আমার দুই সপ্তাহ হয়েছে, ফেরদৌসীর তিন সপ্তাহের বেশি হয়েছে। এখন করোনার উপসর্গ দেখা যাচ্ছে না। দুজনই সুস্থ আছি। স্বাভাবিক খাবার খাচ্ছি। সবকিছুই স্বাভাবিক আছে। দু-তিন দিনের মধ্যে আবার টেস্ট করাব। আশা করছি, এবার করোনা নেগেটিভ আসবে।

রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার এ দম্পতির অসামান্য অবদান ঢাকার মঞ্চ ও টিভি নাটকে। অভিনয় করেছেন সিনেমায়ও। রামেন্দ্র মজুমদার ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সাম্মানিক সভাপতি। অভিনয়ে অবদানের জন্য তিনি পেয়েছেন একুশে পদক। অন্যদিকে ফেরদৌসী মজুমদার পেয়েছেন একুশে পদক ও স্বাধীনতা পদক।

জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |