ঢাকাশুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

পরিচালক থেকে প্রযোজক হয়ে নতুন নায়িকা আনছেন ইফতেখার চৌধুরী

বিনোদন ডেস্ক

রোববার, ১৬ আগস্ট ২০২০ , ১০:১৩ পিএম


loading/img
ছবিতে ইফতেখার চৌধুরী ও রাজ রিপা।

প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় হাত দিলেন বহু হিট ছবির পরিচালক ইফতেখার চৌধুরী। অগ্নি খ্যাত এই পরিচালক নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সিনেবাজ থেকে নির্মিতব্য নতুন ছবি 'মুক্তি'র নির্মাণ কাজ শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

ছবিটি পরিচালনাও করছেন ইফতেখার চৌধুরী। খোঁজ– দ্য সার্চ, দেহরক্ষী, অগ্নি, রাজত্ব, অ্যাকশন জেসমিন, অগ্নি ২, ওয়ান ওয়ে, বিজলী’সহ বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। 

রোববার ১৬ আগস্ট  রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক পরিচালক ইফতেখার চৌধুরী ও ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা গুঞ্জন রহমান।

বিজ্ঞাপন

এই ছবির মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে রাজ রিপার। এখানে নাম ভূমিকায় অর্থাৎ মুক্তি চরিত্রে দেখা যাবে তাকে। 

পরিচালক ও প্রযোজক ইফতেখার চৌধুরী বলেন, মুক্তি চরিত্রটির জন্য রাজ রিপা একদম পারফেক্ট। আমি কয়েকজন অভিনেত্রীর সঙ্গে কথা বলেছি। তাদের মধ্য থেকে রাজ রিপাকে আমার মুক্তি ছবির জন্য পরিপূর্ণ গুণী অভিনেত্রী মনে হয়েছে। 

ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন, নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য-সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ এই ছবি। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের চলচ্চিত্র, যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকরা খুঁজে পাবেন।

বিজ্ঞাপন

আগামী দুই সপ্তাহের মধ্যে ছবির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হবে বলে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়।

এম  
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |