• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

শখের গোপন বিয়ে নিয়ে হৈচৈ  

বিনোদন ডেস্ক

  ১৮ আগস্ট ২০২০, ১২:১৯
Noise of hobby secret marriage
ছবিতে জনের সঙ্গে শখ।

জনপ্রিয় মডেল-অভিনেত্রী আনিকা কবির শখ। এই করোনাকালে তার গোপনে দ্বিতীয় বিয়ে নিয়ে শোবিজে বেশ হৈচৈ শোনা যাচ্ছে।

যদিও আগেও শখের বিয়ের গুঞ্জন শোনা গেছে। তবে বরাবরই এই অভিনেত্রী তা এড়িয়ে গেছেন। চলতি বছর ১২ মে ঘরোয়া আয়োজনে নাকি বিয়ে করেছেন শখ। বর রহমান জন।

বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। এক সময় অল্প-স্বল্প মডেলিং করেছেন। এখন অবশ্য তিনি ব্যবসায়ী। দু’জনে সংসার পেতেছেন উত্তরার একটি বাসায়।

জানা যায়, কোরবানির ঈদ উপলক্ষে স্বামী জনের সঙ্গে শ্বশুরবাড়ি বলিয়াদি গ্রামে বেড়াতে গিয়েছেন শখ। বর্তমানে শ্বশুরবাড়ি বলিয়াদি গ্রামে আছেন তিনি। করোনার প্রকোপ কমলে খুব শিগগিরই ঢাকায় ঘটা করে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।

বিষয়টি নিয়ে আরটিভি নিউজ থেকে শখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এর আগে মডেল-অভিনেতা নিলয় আলমগীর ও শখ দীর্ঘদিন প্রেমের পর ২০১৬ সালের ৭ জানুয়ারি বিয়ে করেন শখ। কিন্তু দুই বছরের মাথায় ভেঙে যায় তাদের এ সংসার।

অসংখ্য বিজ্ঞাপন, নাটকের পরিচিত মুখ শখকে দুটি সিনেমাতেও দেখা যায়। ২০১০ সালে শাকিব খানের বিপরীতে ‘বলো না তুমি আমার’ ছবিতে কাজ করেন শখ। এরপর ২০১৪ সালে তখনকার প্রেমিক নিলয়ের সঙ্গে ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমাটি মুক্তি পায় তার।

আরও পড়ুন:

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মক্কায় এসেছি, তবুও বাজে মন্তব্য করছে মানুষ: নিলয়
নাটক খারাপ জিনিস হলে দেখা বন্ধ করে দেন: নিলয় আলমগীর
আল্লাহ যাতে ওদের রিজিকের একটা স্থায়ী ব‍্যবস্থা করে দেয়: নিলয়
নিলয়ের সঙ্গী হয়েছেন ৫৯ অভিনেত্রী!