ভারতের বিহারের জনপ্রিয় লোকসংগীতশিল্পী শারদা সিনহা করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) তিনি নিজের ফেসবুকে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানান।
বিজ্ঞাপন
ফেসবুকে ভিডিও শেয়ার করে শারদা জানান, করোনা পজিটিভ এলেও তার কোনো লক্ষণ নেই।
এ সময় ভক্তদের উদ্দেশে শারদা বলেন, কোভিড পরিস্থিতিতে অনুসারীরা যাতে সতর্ক থাকেন এবং পূর্বসতর্কতা অবলম্বন করেন।
বিজ্ঞাপন
পদ্মভূষণপ্রাপ্ত শারদা সিনহার জন্ম বিহারে। তিনি মৈথিলি ভাষার লোকসংগীতশিল্পী। ভোজপুরি ও মাগাহি ভাষায়ও গেয়েছেন তিনি।
এম