• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

'মিসড কল' ও 'ভুবন মাঝি' মুক্তি পেলো আজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মার্চ ২০১৭, ১১:১২

শুক্রবার ৩ মার্চ সারাদেশে দুটো ছবি মুক্তি পেয়েছেন। সফল চলচ্চিত্র নির্মাতা সাফি উদ্দিন সাফি পরিচালিত 'মিসড কল' শুক্রবার সারাদেশের ৭০ টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আজ। ছবিতে জুটি হয়েছেন বাপ্পি ও মুগ্ধতা। আরো অভিনয় করছেন মিশা সওদাগর, বাপ্পারাজ, কাজী হায়াৎ, সাদেক বাচ্চু।

যেসব হলে দেখানো হবে 'মিসড কল'

বলাকা (ঢাকা), অভিসার (ঢাকা), সনি (ঢাকা), পূরবী (ঢাকা), বি.জি.বি (ঢাকা), মুক্তি (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা), শাহিন (ঢাকা), জোনাকী (ঢাকা), পুনম (ঢাকা), চিত্রামহল (ঢাকা), আনন্দ (ঢাকা), নিউ গুলশান (জিঞ্জিরা), রানী মহল (ডেমরা), চম্পাকলি (টঙ্গি), পান্না (মুক্তাপুর), চান্দনা (জয়দেবপুর), চাঁদ মহল (কাচপুর), রজনীগন্ধা (চালা), নন্দ্রিতা (সিলেট), বর্ণালী (শাহজাদপুর), মনিহার (যশোর), মুন (হোমনা), শাপলা (রংপুর), কাকলি (শেরপুর), আলমাস (চট্টগ্রাম), পূরবী (ময়মনসিংহ), অভিরুচি (বরিশাল), সেনা অডিটোরিয়াম (সাভার), মালঞ্চ (টাঙ্গাইল), দরশন (ভৈরব), তিতাস (পটুয়াখালী), ঝংকার (পাঁচদোনা), রুমা (মুক্তাগাছা), সঙ্গীতা (সাতক্ষিরা), সঙ্গিতা (খুলনা), চিত্রালী (খুলনা), ছবিঘর (ঝিনাইদহ), রাজমনি (বোরহারউদ্দিন), মাধবী (মধুপুর), নবীন (মানিকগঞ্জ), চিত্র মনি(গোপালগঞ্জ), পালকী ( চান্দিনা), ছন্দা (পটিয়া), আনন্দ (কুলিয়ার চর), ভাইভাই (শখিপুর), মোহনা (কোনাবাড়ী), মনোয়ার (জামালপুর), রুনা (চালাকচর), নিউ গুলশান (নারায়ন গঞ্জ), মানষী (কিশোরগঞ্জ), ফাল্গুনী (নাগরপুর), রাজু (ঈশ্বরদী), অনামিকা (পিরোজপুর), সোনালী (ঘোড়াঘাট), উল্লাস (বীর গঞ্জ), জনতা (জলঢাকা), আয়নাটকিজ (আক্কেলপুর), নসীব (সাপাহার), রংধনু (নজিপুর), ছন্দা (কালিগঞ্জ), লাইট হাউজ (পারুলিয়া), গীত (ঢাকা), বীনা (পাবনা), মমতাজ (সিরাজগঞ্জ), মধুমতি (কুমিল্লা), চন্দ্রিমা (শ্রীপুর)।

এদিকে সরকারি অনুদানের তৈরি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'ভুবন মাঝি' দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও ঢাকার অপর্ণা ঘোষ। আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, কাজী নওশাবা আহমেদ, সুষমা সরকার, মাজনুন মিজান।

যেসব প্রেক্ষাগৃহে দেখানো হবে 'ভুবন মাঝি'

স্টার সিনেপ্লেক্স (ঢাকা), শ্যামলী(ঢাকা), মধুমতি (ঢাকা) ও ব্লকবাস্টার সিনেমাস (ঢাকা), মডার্ন (দিনাজপুর), ছায়াবাণী (ময়মনসিংহ), কেয়া (টাঙ্গাইল), শঙ্খ (খুলনা), বনানী (কুষ্টিয়া), বলাকা (ঠাকুরগাঁও), সেনা অডিটরিয়াম (সাভার), নিউ মেট্টো (নারায়ণগঞ্জ), বর্ষা (জয়দেবপুর), রূপকথা (পাবনা) ও মধুমতি (ভৈরব)।

এইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়