• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

শুটিং থেকে উধাও অভিনেতার খোঁজ মিললো মানসিক ভারসাম্যহীন অবস্থায় 

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ৩০ আগস্ট ২০২০, ১৯:১৪
Actor Shahriar Shuvo
অভিনেতা শাহরিয়ার শুভ

একসময়ের টেলিভিশনের নিয়মিত মুখ। জনপ্রিয় নাটক-টেলিফিল্ম ও বিজ্ঞাপনে যাকে দেখা যেত। আজ তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পথে পথে ঘুরছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এমন কিছু ছবি দেখা যাচ্ছে। ছবির ব্যক্তিটি আর কেউ নয়- অভিনেতা শাহরিয়ার শুভ। জামালপুরের সরিষাবাড়ির বিভিন্ন জায়গায় তাকে দেখা গেছে।

স্থানীয় লোকজন শাহরিয়ার শুভকে অভিনেতা হিসেবে শনাক্ত করেছেন। জানা যায়, শুভ এখন জামালপুর জেলার সরিষাবাড়ি ডাকবাংলোতে নিরাপদে আছেন।

এ বিষয়ে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম বলেন, শুভ শুটিং করতে সম্প্রতি জামালপুর গিয়েছিলেন। শুটিংয়ের এক ফাঁকে একটি চায়ের দোকানে চা খেতে যান। এরপর থেকে ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন। তার সঙ্গে থাকা মানিব্যাগ, মোবাইল চুরি হয়ে গেছে।

১৯৯৮ সালে থিয়েটার স্কুলে ভর্তি হন শাহরিয়ার শুভ। এরপর ঢাকা থিয়েটারে যুক্ত হন তিনি। আর্য থিয়েটার নামে মঞ্চ নাটকের দলও করেন তিনি।

ছোটপর্দায় শাহরিয়ার শুভর অনেকটা রাজকীয় অভিষেক হয়। অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিমের পরিচালিত ‘রংছুট’ নামের নাটকে প্রথম অভিনয় করেন তিনি। সেখানে সহশিল্পী হিসেবে পেয়েছিলেন গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। কিন্তু হঠাৎ করেই উধাও হন তিনি।

আরও পড়ুন: মডেল লরেনের আত্মহত্যার কারণ

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপূর্বকে নিয়ে ভারতের মিথ্যাচার, মুখ মুখলেন অভিনেতা
দুর্ঘটনায় আহত অভিনেতা পাভেল, চাইলেন দোয়া
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে যা বললেন অভিনেতা অনির্বাণ
চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা