ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

'মনের মধ্যে' জলি [ভিডিও]

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০৩ মার্চ ২০১৭ , ০৫:০৩ পিএম


loading/img

হালের আলোচিত নায়িকা জলি। আসছে ১০ মার্চ মুক্তি পাচ্ছে এ নায়িকার 'মেয়েটি এখন কোথায় যাবে' ছবিটি। আর জলির সঙ্গে জুটি হয়েছেন শাহরিয়াজ।   

বিজ্ঞাপন

ইমদাদুল হক মিলনের একই নামে উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি করেছেন অভিনেতা-নির্মাতা নাদের চৌধুরী।

সিনেমার গল্পে দেখা যাবে, জলিকে পছন্দ করেন শাহরিয়াজ। কিন্তু জলি সেই ভালোবাসায় সাড়া দেন না। এদিকে শাহরিয়াজও পিছু ছাড়েন না। ঘটনার এক সময় মন দেয়া নেয়া হয় তাদের। কিন্তু সামনে বাধা বাধা হয়ে দাঁড়ায় ধর্ম।

বিজ্ঞাপন

মুক্তির আগে ছবির একটি গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। 'মনের মধ্যে' নামে গানটি লিখেছেন রফিকুজ্জামান, সুর-সঙ্গীত করেছেন ফরিদ আহমেদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী।

ঠোঁট মিলিয়েছেন ছবির নায়িকা জলি। গানের দৃশ্যধারনে বাংলার চিরায়ত নবান্ন উৎসব উদযাপন দেখানো হয়েছে। নতুন এই সিনেমার গানে জলিকে বেশ সাবলীল দেখিয়েছে।

এর আগে জলি অভিনীত 'অঙ্গার' ও 'নিয়তি' নামে দু'টো সিনেমা মুক্তি পায়। তার সঙ্গে জুটি হয়েছিলেন কলকাতার ওম এবং আরিফিন শুভ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |