• ঢাকা শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১
logo

বন্ধ হয়ে গেল বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক

  ০১ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩১
star cineplex
স্টার সিনেপ্লেক্স

বৈশ্বিক মহামারি করোনার কারণে গত ২০ মার্চ থেকেই স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় সিনেমা প্রদর্শন বন্ধ ছিল। সিনেমা হল কবে খুলবে তা জানা যায়নি।

জানা গেছে, বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্স একেবারেই বন্ধ হয়ে গেছে। স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ আজ বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০২ সালে বসুন্ধরা সিটি শপিংমলে যাত্রা শুরু করে দেশের প্রথম ডিজিটাল এবং অত্যাধুনিক সুবিধা সংবলিত এই সিনেমা হলটি। ১৮ বছর ধরেই বসুন্ধরায় এই সিনেপ্লেক্স সাফল্যের সঙ্গে ব্যবসা করে যাচ্ছিল দেশি-বিদেশি সিনেমা প্রদর্শন করে।

এ ব্যাপারে মেসবাহ উদ্দীন আহমেদ বলেন, ‘বসুন্ধরা সিটিতে আর স্টার সিনেপ্লেক্স থাকছে না। কারণ বসুন্ধরা সিটি শপিংমলের কর্তৃপক্ষ আমাদের নোটিশ দিয়েছে সিনেপ্লেক্স বন্ধ করার জন্য। তাদের নতুন পরিকল্পনা রয়েছে শপিংমল নিয়ে। তবে আমাদের অন্য সবগুলো শাখাই চালু থাকবে।’

বর্তমানে মহাখালীতে অবস্থিত এসকেএস (সেনাকল্যাণ সংস্থা) টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার (রাইফেল স্কয়ার) শপিংমলে স্টার সিনেপ্লেক্স চালু রয়েছে। মিরপুরের সনি সিনেমা হল ভেঙে যে শপিংমল করা হচ্ছে সেখানেও একটি শাখা চালু করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স।

এছাড়া চট্টগ্রাম শহরে ষোলশহর ফিনলে স্কয়ার শপিংমলের সপ্তম তলায় ‘সিলভার স্ক্রিন’ নামেও একটি শাখা চালু আছে স্টার সিনেপ্লেক্সের।

আরও পড়ুন: সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করলেন রিয়া

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বসুন্ধরা সিটির আতঙ্ক সাগর গ্রেপ্তার
‘আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে সিনেপ্লেক্স’
সিনেপ্লেক্স থেকে সিনেমা সরিয়ে নিয়ে যা বললেন প্রযোজক-নির্মাতা ইকবাল
স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে নির্মাতাদের অভিযোগ