ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

চিকিৎসক পপি!

বিনোদন ডেস্ক

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ , ১১:১৩ পিএম


loading/img
পপি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সে সময় তিনি খুলনায় ছিলেন। পুরো লকডাউন নিজ গ্রামের বাড়িতেই আটকা ছিলেন এই নায়িকা। 

বিজ্ঞাপন

করোনায় আক্রান্ত হওয়ার আগে অবশ্য নিজ এলাকায় অসহায় মানুষের মাঝে একাধিকবার ত্রাণ বিতরণ করতে দেখা গেছে পপিকে। 

সম্প্রতি ঢাকায় ফিরেছেন গ্লামারাস পপি। তার ভক্তদের জন্য সুখবর হলো 'ভালোবাসার প্রজাপতি'  নামে একটি ছবিতে অভিনয় করবেন তিনি। 

বিজ্ঞাপন

জানা যায়, অল্প দিনের মধ্যেই ছবিটির শুটিং শুরু হবে। এতে ভালোবাসা, লকডাউন, ডিভোর্স ও অন্যান্য বিষয় উঠে আসবে।

আর 'ভালোবাসার প্রজাপতি'তে পপিকে দেখা যাবে চিকিৎসকের চরিত্রে। তিনি জানান, গল্প ও চরিত্র তার ভীষণ পছন্দ হয়েছে। আশা করছেন দর্শকেরাও সেটি গ্রহণ করবেন।

মনতাজুর রহমান আকবরের 'কুলি' ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পপির। সেটি ১৯৯৭ সালের কথা। ছবিতে পপির নায়ক হিসেবে ছিলেন তৎকালীন সুপারস্টার ওমর সানী। ক্যারিয়ারে দেড়শ'র মতো চলচ্চিত্রে কাজ করেছেন পপি। 

বিজ্ঞাপন

এছাড়া নাটক, বিজ্ঞাপন ও স্টেজ শোতে সরব পপি। 

বিজ্ঞাপন

এম
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |