ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

'প্রতিটি উন্নয়নে কিছু নেতিবাচক প্রভাব থাকে'

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১১ মার্চ ২০১৭ , ০৮:৩৫ পিএম


loading/img

প্রতিটি উন্নয়ন উদ্যোগেরই কিছু নেতিবাচক প্রভাব থাকে, তাই বলে উন্নয়ন থামিয়ে রাখা যায় না। সরকার সব সময়ই দেশের মঙ্গল চায়। দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আর এ অগ্রগতি ধরে রাখতে হলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে হবে। বললেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ। 

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

হাছান মাহমুদ বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে পরিবেশের ক্ষতির আশঙ্কা করলেও ঝুঁকি নিরসনে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ফলে সুন্দরবনের ক্ষতি হবে না। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |