নব্বইয়ের দর্শকের দক্ষিণের সিনেমা হলে দর্শক কম হলে প্রযোজক ও ডিস্ট্রিবিউটাররা আস্থা করতেন তাকে। সেভেন্টি এমএম স্ক্রিনে আগুন ঝরাতেন তিনি। তার লাস্যময়ী শরীরের উদ্দাম যৌনতার টানে ছুটে আসছেন দর্শক।
শাকিলা-তে সেই সেক্স সাইরেনের কাহিনী পর্দায় তুলে ধরেছেন পরিচালক ইন্দ্রজিৎ লঙ্কেশ। সেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন রিচা চাড্ডা। এবার প্রকাশ্যে এসেছে ছবির টিজার। নেটদুনিয়ায় উষ্ণতার পারদ ছড়ালেন বলিউডের এই অভিনেত্রী।
নম্বইয়ের দশকে দক্ষিণের অ্যাডাল্ট ফিল্ম জগতে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন শাকিলা। ১৯৯৫ সালে তার প্রথম সিনেমা মুক্তি পায়। ওই ছবি নাম ছিল ‘প্লেগার্লস’। তখন শাকিলার বয়স ছিল মাত্র ১৬। একে একে প্রায় ২৫০ অ্যাডাল্ট ছবিতে অভিনয় করেছেন শাকিলা। এবার সেই কাহিনি সিনেমায় তুলে ধরবেন রিচা চাড্ডা।
তার সঙ্গে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে। এই প্রথমবার দক্ষিণী ছবির তারকার চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ।
এম