ঢাকামঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মদের গ্লাস হাতে ট্রোল অভিনেত্রী

বিনোদন ডেস্ক

রোববার, ১৩ ডিসেম্বর ২০২০ , ০৬:৫৫ পিএম


loading/img
হুমা কুরেশি

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি ট্রোলের শিকার হলেন। সম্প্রতি ‘জনি ওয়াকার’ স্কচের প্রচারে অংশ নেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

এ জন্য মদের গ্লাস হাতে ছবি পোস্ট করেছিলেন হুমা কুরেশি। আর এ নিয়েই বিপাকে পড়েছেন অভিনেত্রী।

ওই ছবিতে দেখা যায়, একটি পানীয়ের গ্লাস হাতে হুমা কুরেশি। সামনে ‘জনি ওয়াকার’-এর বোতল রাখা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মুম্বাইতে শীত এসে গেলেও গ্রীষ্মকালের আমেজ পাওয়া যায়। সেই রকম সময়ে জনি লেমন হাইবল খেলে আপনি রিফ্রেশড থাকবেন’।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, এই ককটেলে ঠিক কোন অনুপাতে মদ ও লেমনেড মেশানো উচিত, তাতে কতগুলো বরফ কিউব দিলে ভালো লাগবে ইত্যাদি। তার পর ‘জনি ওয়াকার’-কে ট্যাগ করা।  

এদিকে অভিনেত্রীর এমন কাণ্ডে নিয়ে আপত্তি জানিয়েছেন অধিকাংশ নেটিজেনরা। কেউ বলেছেন, ‘ইসলামে এ সব হারাম’। কারো মন্তব্য, ‘মদ খেলে খান। প্রচার কেন করবেন!’

বিজ্ঞাপন

এম      

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |