বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৬ মাস পেরিয়ে গেছে। প্রিয় এই মানুষটির মৃত্যুশোক কাটিয়ে উঠতে পারেননি তার ভক্ত ও ঘনিষ্ঠজনরা।
সম্প্রতি জি রিশতে অ্যাওয়ার্ডে তাকে একটি বিশেষ ট্রিবিউট দেওয়া হলো। ওই অনুষ্ঠানেই সুশান্তের সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে প্রয়াত অভিনেতাকে মনে করে প্রকাশ্যে কাঁদলেন।
তাদের সম্পর্কের শুরুটা ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে কাজের সূত্র ধরে। এদিন ওই ধারাবাহিকের টাইটেল ট্র্যাকে নৃত্য পরিবেশনা করেন অঙ্কিতা লোখান্ডে।
এছাড়াও সুশান্তের জনপ্রিয় ছবির কয়েকটি হিট গানেও নাচতে দেখা যায় তাকে। এতো আনন্দ, আলোর মধ্যেও যে কতটা শূন্যতা রয়েছে তা বোঝা যায় যখন অঙ্কিতা সুশান্ত সম্পর্কে কথা বলতে শুরু করেন।
কথা বলার সময় গলা ধরে আসে অঙ্কিতার। চোখে জল নিয়ে তিনি বলেন, এখন প্রতিটা দিন শান্ত কারণ প্রতিটি দিনের মধ্যে সুশান্ত রয়েছে। কখনো ভাবিনি যে প্রতিদিন চাঁদ ও তারার ব্যাপারে কথা বলত, সে নিজেই একদিন চাঁদ তারার সঙ্গে কথা বলতে চলে যাবে। কখনো ভাবিনি যাকে দেখে মানুষ স্বপ্ন দেখা শিখত, তাকে দেখতে পাওয়াই একটা স্বপ্ন হয়ে যাবে। সুশান্ত আজ তোমায় সবাই মনে করছে। আমাদের সম্পর্ক শুধু পবিত্রই নয়, অমর। আমি কখনো ভাবিনি এই দিনটা আসবে আর আমি এগুলো বলব। তোমায় খুব মনে পড়ে সুশান্ত।
এম