কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আবীর চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার খবরটি সোশ্যাল মিডিয়া মারফত নিজেই জানিয়েছেন এই অভিনেতা।
তিনি লিখেছেন, ‘অবাক করা ব্যাপার হলো, সম্পূর্ণ সুস্থবোধ করছি আমি। ভালোই আছি.. শুধু গন্ধের অনুভূতিটুকু পুরোপুরি উধাও হয়ে গিয়েছে’। আপাতত বাড়িতেই নিভৃতবাসে আছেন। পরিবারের সদস্যরাও খুব শিগগিরই করোনা পরীক্ষা করাবেন বলেও জানিয়েছেন অভিনেতা।
আবীর লেখেন, ‘আবারও প্রমাণ হলো এ জীবনে কিছুই নিশ্চিত নয়। সবরকম সুরক্ষা মেনেও কোভিড আক্রান্ত হয়েছি’।
গত কয়েকদিন ধরেই একটি চ্যানেলের গানের রিয়্যালিটি শো-এ সঞ্চালনার কাজ করছিলেন আবীর। এর মধ্যে বৃহস্পতিবার উইন্ডোজ প্রোডাকশন হাউজের একটি বিজ্ঞাপনেরও শুটিং করেন অভিনেতা।
তিনি লিখেছেন, ‘আমার প্রযোজনা সংস্থা সবরকম সুরক্ষা ব্যবস্থা নিয়েছিল। এ ব্যাপারে আমি নিজেও আমার প্রোডাকশন টিমের সঙ্গে যথেষ্ট সতর্ক হয়েই কাজ করেছি। কিন্তু, তারপরও সংক্রমিত হলাম’।
এম