ঢাকাসোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

ডিপজলের বাড়িতে 'মানুষ কেন অমানুষ'

আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১ , ০৮:৫৩ পিএম


loading/img
মানুষ কেন অমানুষ ছবির দৃশ্যে জয়-মৌ।

বর্তমান সমাজ ব্যবস্থার নানা সমস্যা ও সংঘাতের গল্প নিয়ে শুরু হলো 'মানুষ কেন অমানুষ' নামে ছবির শুটিং। আজ শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল থেকে সাভারে মনোয়ার হোসেন ডিপজলের বাড়িতে ছবিটির শুটিং শুরু হয়েছে। এতে প্রধান দুটি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও চিত্রনায়িকা মৌ খান।

বিজ্ঞাপন

ছবিটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। নির্মিত হচ্ছে ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্রের ব্যানারে।  

ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ডিপজলকে। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ডিপজলের বাড়িতেই টানা শুটিং চলবে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জয় চৌধুরী আরটিভি নিউজকে বলেন, আজ থেকে শুটিং শুরু হলো। আমার বিপরীত রয়েছেন মৌ খান। চাচ্চুর (ডিপজল) সঙ্গে এই ছবিতে আমি যে চরিত্রে অভিনয় করছি তা বর্তমান সময়ের অনেক কিছুই তুলে ধরা হয়েছে। গল্পটি দর্শকের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।

চিত্রনায়িকা মৌ খান বলেন, বিগ বাজেটের ছবি মানুষ কেন অমানুষ। পরিচালনায় আছেন গুণীজন মনতাজুর রহমান আকবর। কাজটি করে বেশ ভালো লাগছে। এই ছবির মাধ্যমে দর্শকরা আবারও হলমুখী হবে বলে আশা করি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ছবিতে আরও অভিনয় করছেন বড় দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সৌদাগর, কিরন কুমার, সেলিমসহ অনেকে।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |