ঢাকাশনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রকাশ পেলো নিক প্রিয়াঙ্কার বিয়ের গোপন চুক্তি

বিনোদ ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১ , ০৩:৫৭ পিএম


loading/img
ফাইল ছবি

পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, মাসে একবার হলেও তারা দেখা করবেন। দুজন পৃথিবীর দুই প্রান্তে থাকলেও, তিন সপ্তাহ অন্তর তারা একে অপরের সঙ্গে দেখা করবেন। এমনই একটি অলিখিত চুক্তি করেই নিক জোনাস এবং এ অভিনেত্রী সাতপাকে বাঁধা পড়েন। এবার সেই গোপন চুক্তির কথা প্রকাশ্যে আনেন প্রিয়াঙ্কা চোপড়া।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, নিক জোনাস এবং তিনি নিজেদের কাজ নিয়ে খুব ব্যস্ত সময় পার করেন। কাজের ব্যস্ততার জন্য কে কখন কোথায় থাকবেন, তা তারা নিজেরাও জানেন না। দূরত্বের কারণে তাদের সম্পর্কে যাতে কোনও ছেদ না পড়ে তার জন্য আগে থেকেই ব্যবস্থা নেন তারা দুজন। কাজের জন্য ব্যস্ত থাকলেও, তারা একে অপরকে সময় দেবেন। মাসে একবার হলেও, একে অপরের কাছে ছুটে আসবেন আর কথা বলবেন। নিজেদের মতো করে সময় কাটাবেন। বিয়ের আগে একে অপরকে এভাবেই কথা দিয়ে নিজেদের মধ্যে অলিখিত চুক্তি করেছিলেন প্রিয়াঙ্কা আর নিক। ফলে বিয়ের ২ বছর কেটে গেলেও, দূরত্ব নিয়ে তাদের মধ্যে কখনও কোনও ঝামেলা হয়নি বলে জানান প্রিয়াঙ্কা।

উল্লেখ্য, ২০১৮ সালে মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের পর থেকে একে অপরকে সময় দেয়া থেকে শুরু করে নিজেদের কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন তারা।

বিজ্ঞাপন

জিএম/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |