ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ এপ্রিল

আরটিভি অনলাইন ডেস্ক

বুধবার, ২৯ মার্চ ২০১৭ , ০৬:১১ পিএম


loading/img

২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে  ২ এপ্রিল থেকে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত পরীক্ষার সূচি অনুযায়ী ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ-ডিআইবিএস’র তত্ত্বীয় পরীক্ষা ২ এপ্রিল শুরু হয়ে ১৫ মে পর্যন্ত চলবে।

ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়ে ২৫ মে পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা ২ এপ্রিল শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা ১১ মে’র মধ্যে শেষ করতে হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে দেশের ৬৪টি সরকারি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা ২ এপ্রিল শুরু হয়ে ১৭ এপ্রিল পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা ১৮ এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষা ২ এপ্রিল শুরু হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। ব্যবহারিক পরীক্ষা ৩ মে থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা ২ এপ্রিল শুরু হয়ে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে।

বিজ্ঞাপন

পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থী সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। আর কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইলফোন আনতে পারবে না।

কে/ এইচ/ এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |