ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান

বুধবার, ২৯ মার্চ ২০১৭ , ০৮:৪৬ পিএম


loading/img

এমার্জিং টিমস এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। দলের যুব প্লেয়াররা এখনো জ্বলে উঠতে না পারলেও ভরসা হারাচ্ছেন না অধিনায়ক মুমিনুল হক।

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নিজেদের আধিপত্যতের জানান দিয়েছে বাংলাদেশ। একই পথে এগিয়ে গেছে প্রতিপক্ষ পাকিস্তানও। স্বস্তি তাই ড্রেসিং রুমে। বড় ম্যাচে নামার আগে তাই চনমনে স্বাগতিক শিবির। ঐচ্ছিক অনুশীলনের দিনে ওয়ার্ম আপ করলেও বাকিটা সময় ফুরফুরে মেজাজে দিন কাটিয়েছেন নাসির-শান্তরা।

গ্রুপ পর্বে হংকংকে ৮ উইকেটে এবং নেপালকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে মুমিনুল বাহিনী। তবে শেষ ম্যাচে নিশ্চিন্ত নয়, বরং গ্রুপ সেরা হওয়ার মিশন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের সামনে।

বিজ্ঞাপন

ঘরোয়া ক্রিকেটে প্রমাণ করেই ইমার্জিং দলে জায়গা করে নিয়েছেন আজমির আহমেদ-আফিফ হোসেন ধ্রুবরা। তবে আন্তর্জাতিক এই টুর্নামেন্টে এখনো নিজেদের মেলে ধরতে পারেন নি এই তরুণরা।

প্রথম শ্রেণির পারফরমার রাহাতুল ফেরদৌস জাভেদ দু’ম্যাচ মিলিয়ে ৬ উইকেট নিয়েছেন। ব্যক্তিগত নয়, দলের জন্য পারফর্ম করতে চান তিনি। নিয়মরক্ষার ম্যাচ হলেও পাকিস্তানকে কোনো ছাড় দেবে না বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এখন এমার্জিং এশিয়া কাপের শিরোপায় চোখ নাসির-মুমিনুলদের।

ওয়াই/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |