ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বর্ষার দেহরক্ষী অনন্ত

বিনোদন ডেস্ক

সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১ , ১২:৩৩ পিএম


loading/img

ব্যক্তিজীবনে তারা স্বামী স্ত্রী। চলা ফেরা করেন রাজকীয়ভাবে। বলছি দেশীয় চলচ্চিত্রের আলোচিত দম্পতি অনন্ত জলিল ও বর্ষার  কথা। তাদের বেশির ভাগ ছবিতেই অনন্তকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

বিজ্ঞাপন

এবার নায়িকা বর্ষাকে প্রধান চরিত্রে নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘নেত্রী দ্য লিডার’ । তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা বা দেহরক্ষী হিসেবে থাকবেন অনন্ত জলিল।

রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে মনসুন ফিল্মস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন চিত্রনায়ক অনন্ত জলিল। 

বিজ্ঞাপন

যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে থাকছেন আরও দু’জন পরিচালক। বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তুর্কির ১৯৫৮ ফিল্মস ইয়াপিমের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে মনসুন ফিল্মস।

আসছে ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ‘নেত্রী: দ্য লিডার’র শুটিং শুরু হবে। চারদিন শুটিংয়ের পর তারা যাবেন সিলেটে। বাংলাদেশ, ভারতের হায়দ্রাবাদ ও তুরস্কে বিভিন্ন স্থানে ছবির শুটিং হবে। 

এতে দক্ষিণ ভারতীয় ও ভোজপুরি তিন অভিনেতা থাকছেন। তারা হলেন- প্রদীপ রাওয়াত, কবির দোহান সিং ও ভোজপুরী অভিনেতা রবি কিষান। পাশাপাশি তুরস্কের বেশ ক’জন অভিনয়শিল্পীকেও দেখা যাবে বলে জানান অনন্ত জলিল।

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |