চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী কমেছে। ২ এপ্রিল থেকে শুরু হওয়া এ পরীক্ষায় এবার অংশ নিচ্ছেন ১১ লাখ ৮৩ হাজার ছয়’শ ৮৬ জন শিক্ষার্থী। বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার সচিবালয়ে এইচএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষক সমাজকে রুখে দাড়ানো এবং তাদের সম্পর্কে মন্ত্রনালয়কে তথ্য দেয়ার আহবান জানান তিনি। অভিভাবক ও শিক্ষার্থীদের প্রশ্নপত্র ফাঁসকারি চক্রের ফাদে পা না বাড়ানোর আহ্বান জানান।
সেই সাথে ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়েছে প্রমাণিত হলে রেজাল্ট বাতিল করা হবে বলেও জানান নুরুল ইসলাম নাহিদ।
এসজে