ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

দীঘিকে যা বললেন হিরো আলম

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১ , ০৬:৫৩ পিএম


loading/img
সংগৃহীত।

ক্যারিয়ারের নায়িকা হিসেবে প্রথম ছবি নিয়েই তুমুল সমালোচনার মুখে পড়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। ‘তুমি আছো তুমি নেই’ ছবির ট্রেলার নিয়ে ট্রোল শুরু হওয়ার পরই বেঁকে বসেছেন তিনি।

বিজ্ঞাপন

ছবির ট্রেলার এতোই বাজে হয়েছে যে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেটের টাকা ফেরত চাইছেন।

দর্শকদের প্রতিক্রিয়ার পর এই ছবিতে অভিনয় করাটা ‘ভুল’ বলে মনে করছেন দীঘি। এমনকি ছবিটি নিয়ে আর কোনও প্রত্যাশা নেই বলেও মনে করেন এই নায়িকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন: দীঘির বিরুদ্ধে মামলা হচ্ছে

দীঘির এমন মন্তব্যের প্রেক্ষিতে ছবিটির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেছেন,  আমি ওকে ছাড়ব না। যেভাবেই হোক আমি ওকে ছাড়ব না। দীঘি যখন বলেছে, ‘সিনেমাটি চলবে না’ তখন পরিচালক হিসেবে আমারও মানহানি হয়েছে। আমি মানহানি মামলা করব দীঘি ও তার মামার নামে। শুটিং, ডাবিংয়ের সময় দীঘি এ ছবির প্রশংসা করেছে, এখন কেন সে সমালোচনা করছে। ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং।

দীঘির কঠিন এই মুখ খুললেন হিরো আলম। নায়িকার পাশে দাঁড়িয়েছেন। আবার নিজের ছবি নিয়ে দীঘির নেতিবাচক মন্তব্য ঠিক হয়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

হিরো আলম বলেন, ‘দীঘি এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো নায়িকা হিসেবে এসেছেন। কাছের মানুষ (দীঘি) যদি আঘাত দেয় এরচেয়ে দুঃখ আর নাই। আপনারা সবাই জানেন স্বপ্ন দেখানো সহজ, বাস্তব করা অনেক কঠিন। এ ছবিটি পরিচালনা করেছেন গুণী পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু স্যার। তিনি অনেক বড় পরিচালক। তার সব ছবি হিট। তাই আপনারা আগে হলে যান, ছবি দেখুন; তারপর সমালোচনা করুন।’

তুমি আছো তুমি নেই ছবিটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। এটি প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি।

আসছে ১২ মার্চ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এতে দীঘির বিপরীতে রয়েছেন আসিফ ইমরোজ। আরও অভিনয় করেছেন সুব্রত, শবনম পারভীনসহ অনেকে।

আরও পড়ুন: একাধিক চমক নিয়ে ঈদে আসছে হিরো আলমের 'টোকাই'

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |