চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিসহ তার বাবা ও মামার বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা করেছেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।
আজ বুধবার (১০ মার্চ) দুপুরে ঢাকা জজ কোর্টে এ মামলা দায়ের করেন তিনি।
আরও পড়ুন : দীঘির ওপরে ক্ষিপ্ত হয়ে যা বললেন হিরো আলম (ভিডিও)
দেলোয়ার জাহান ঝন্টু বলেন, দুপুরে দীঘি, তার বাবা ও মামা বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করেছি। আমার সম্মান তার (দীঘি) থেকে অনেক বেশি।
দীঘি পরিচালক ও প্রযোজকদের জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে তিনি বলেন, সিনেমার নায়িকাই যখন বলেছে সিনেমা চলবে না, তাহলে মানুষ কেন হলে যাবে? এত বড় সাহস! মুক্তির আগে চলবে না বললে তো সে(দীঘি) পরিচালক এবং প্রযোজকদের জন্য হুমকি।
আরও পড়ুন :
- ট্রেইলারে ভক্তদের হতাশ করলেন দীঘি (ভিডিও)
- ফের নতুন অতিথি আসার খবর জানালেন সাইফ-কারিনা!
- সন্তান কোলে বেরিয়ে এলেন জাহ্নবী! (ভিডিও)
এর আগে এক ভিডিও সাক্ষাৎকারে দেলোয়ার জাহান ঝন্টু দীঘির বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছিলেন।
এসএস