ঢাকারোববার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

অনন্তের গোঁফ নিয়ে হাসাহাসি

বিনোদন ডেস্ক

সোমবার, ১৫ মার্চ ২০২১ , ০৪:৪৪ পিএম


loading/img
নতুন লুকে অনন্ত জলিল।

ঢাকাই ছবির আলোচিত নায়ক অনন্ত জলিলকে প্রায় সাত বছর ধরে দাঁড়ি গোফের লুকে দেখা গেছে। এবার চিরাচরিত লুক পরিবর্তন করেছেন তিনি।

বিজ্ঞাপন

১২০ কোটি টাকা বাজেটের ‘নেত্রী- দ্য লিডার’ ছবির জন্য  লুক পরিবর্তন করেছেন তিনি।  দাঁড়ি ফেলে দিয়ে এখন শুধু তাকে গোঁফে দেখা যাবে।

জানা গেছে, ছবিটির শুটিং চলাকালীন এবং মুক্তি পর্যন্ত  এ লুক বজায় রাখবেন অনন্ত জলিল। সোমবার (১৫ মার্চ) তিনি তার ফেসবুক আইডিতে এ লুক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

এদিকে অনন্ত জলিলের লুক প্রকাশের পর মন্তব্যের ঘরে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ করছেন প্রশংসা করছেন, কেউ সমালোচনা।  মন্তব্যের নমুনা- চমৎকার- The Excellent

‘আচ্ছা- The OK; ধন্যবাদ- The Thanks’

‘চার্লি চ্যাপলিন লাইট’

বিজ্ঞাপন

‘নেত্রী দ্যা লিডার এর শুটিং শেষ হলে, অনন্ত দ্যা আবুল নামের একটা সিনেমা চাই’

‘অনন্ত- The jolil মুভির শুট কবে হবে?’

‘খুবই বাজে লুক’

আরও পড়ুন...
নিষিদ্ধ সিনেমা মেকআপ'র ট্রেলার প্রকাশ (ভিডিও)

জানা গেছে, বাংলাদেশ, ভারত, ইরান ও তুরস্কের শিল্পীরা অভিনয় করবেন ছবিটিতে। এদের মধ্যে বাংলাদেশ থেকে অনন্ত, বর্ষা, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত ও মাহমুদ সাজ্জাদ।  ভারতের প্রদীপ রাওয়াত, কাবির দুহান সিং ও তরুণ আরোরা।

২গেলো ৭ ফেব্রুয়ারি ছবির মহরত অনুষ্ঠান হয়। সিলেটের পাশাপাশি ছবির ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কে।

ছবিটি পরিচালনা করছেন তিন জন। তারা হলেন- ভারতের উপেন্দ্র মাধব, বাংলাদেশের অনন্ত জলিল ও তুরস্কের একজন।

আরও পড়ুন...
দেবের জবাব

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |