ঢাকাই ছবির আলোচিত নায়ক অনন্ত জলিলকে প্রায় সাত বছর ধরে দাঁড়ি গোফের লুকে দেখা গেছে। এবার চিরাচরিত লুক পরিবর্তন করেছেন তিনি।
১২০ কোটি টাকা বাজেটের ‘নেত্রী- দ্য লিডার’ ছবির জন্য লুক পরিবর্তন করেছেন তিনি। দাঁড়ি ফেলে দিয়ে এখন শুধু তাকে গোঁফে দেখা যাবে।
জানা গেছে, ছবিটির শুটিং চলাকালীন এবং মুক্তি পর্যন্ত এ লুক বজায় রাখবেন অনন্ত জলিল। সোমবার (১৫ মার্চ) তিনি তার ফেসবুক আইডিতে এ লুক প্রকাশ করেছেন।
এদিকে অনন্ত জলিলের লুক প্রকাশের পর মন্তব্যের ঘরে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ করছেন প্রশংসা করছেন, কেউ সমালোচনা। মন্তব্যের নমুনা- চমৎকার- The Excellent
‘আচ্ছা- The OK; ধন্যবাদ- The Thanks’
‘চার্লি চ্যাপলিন লাইট’
‘নেত্রী দ্যা লিডার এর শুটিং শেষ হলে, অনন্ত দ্যা আবুল নামের একটা সিনেমা চাই’
‘অনন্ত- The jolil মুভির শুট কবে হবে?’
‘খুবই বাজে লুক’
আরও পড়ুন...
নিষিদ্ধ সিনেমা মেকআপ'র ট্রেলার প্রকাশ (ভিডিও)
জানা গেছে, বাংলাদেশ, ভারত, ইরান ও তুরস্কের শিল্পীরা অভিনয় করবেন ছবিটিতে। এদের মধ্যে বাংলাদেশ থেকে অনন্ত, বর্ষা, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত ও মাহমুদ সাজ্জাদ। ভারতের প্রদীপ রাওয়াত, কাবির দুহান সিং ও তরুণ আরোরা।
২গেলো ৭ ফেব্রুয়ারি ছবির মহরত অনুষ্ঠান হয়। সিলেটের পাশাপাশি ছবির ৯৫ শতাংশ শুটিং হবে তুরস্কে।
ছবিটি পরিচালনা করছেন তিন জন। তারা হলেন- ভারতের উপেন্দ্র মাধব, বাংলাদেশের অনন্ত জলিল ও তুরস্কের একজন।
আরও পড়ুন...
দেবের জবাব
এম