টালিউডের সদ্য বিবাহিত তারকা দম্পতি ওম-মিমি। বিয়ে পরবর্তী সময়টা বেশ উপভোগ করছেন তারা। মোবাইল ক্যামেরা অন করেই স্ত্রীর ঠোঁটে কামড়ে ধরতে যাচ্ছেন ওম, তার এমন কাণ্ডে লজ্জায় মুখ লুকাচ্ছেন মিমি। এমনই রোমাঞ্চকর একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।
বিজ্ঞাপন
ইনস্টাগ্রাম রিল ভিডিও বানানোর জন্য ক্যামেরা অন করেছিলেন ওম। ব্যাকগ্রাউন্ডে বাজছিল এ আর রহমানের ‘খুলকে জিনে কা’ গান। সেই গানের সঙ্গেই ওমের গালে আলতো চুম্বন এঁকে দিলেন মিমি। আর তখনই সব ভুলে নব বিবাহিতা স্ত্রীর ঠোঁটে আলতো কামড় দিতে উদ্যত হলেন ওম। কিন্তু ক্যামেরা অন রয়েছে বলে লজ্জায় ওমের কাঁধেই মুখ গুঁজলেন মিমি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন