ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

প্রেম করছেন কবির সিং’র নায়িকা  

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১ , ০২:১১ পিএম


loading/img
কিয়ারা আডভানি

বলিউডের হালের ক্রেজ কিয়ারা আডভানি। কবির সিং খ্যাত নায়িকার প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এই নায়িকার প্রেমের গুঞ্জন আগে থেকেই। যদিও নিজেদের ভালো বন্ধু বলেই দাবি করেন দুজনেই।

বিজ্ঞাপন

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থের সঙ্গে প্রেমের ইঙ্গিত দিয়েছেন  ইন্দু কি জাওয়ানি ছবির নায়িকা।

শেষ কবে ডেটে গিয়েছিলেন— সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে কিয়ারা বলেন, ‘শেষ আমি ডেটে গিয়েছিলাম— এই বছরেই। আর এই বছরের মাত্র দুই মাস পার হয়েছে। তাই হিসেবটা আপনারাই করে নিন।’

বিজ্ঞাপন

নতুন বছরকে স্বাগত জানাতে সিদ্ধার্থ-কিয়ারা মালদ্বীপে গিয়েছিলেন। তাই দুই দুইয়ে চার মিলিয়ে ভক্তরা বলছেন, সিদ্ধার্থের সঙ্গে প্রেমের ইঙ্গিতটা এবার দিয়েই দিলেন কিয়ারা।

এর আগে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন সিদ্ধার্থ। তাদের ব্রেকআপের পর জ্যাকুলিন ফার্নান্দেজ ও তারা সুতারিয়ার সঙ্গে সিদ্ধার্থের প্রেমের গুঞ্জন শোনা যায়।

বিজ্ঞাপন

কিয়ারার হাতে ‘ভুল ভুলাইয়া টু’ এবং ‘যুগ যুগ জিও’সহ বেশ কিছু ছবি রয়েছে। কিয়ারা-সিদ্ধার্থ ‘শেরশাহ’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন।

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |