প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ছাড়া অন্য কিছু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা আগেই সরকারকে স্পষ্ট করে বলেছি তিস্তাসহ ৫৮ টি নদীর ন্যায্য দাবি ও সীমান্ত সমস্যার সমাধান হতে হবে। অন্যথায় কোনো চুক্তি বা সমঝোতা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক উচ্চপর্যায়ে রয়েছে। কিন্তু এত ভালো সম্পর্ক থাকলে কেন এসব চুক্তি করতে হবে। কিসের জন্য প্রতিরক্ষা চুক্তির এত দরকার ? দেশে বর্তমানে কোনো গণতন্ত্র নেই। মানুষের কথা বলার অধিকার নেই। গণতন্ত্র ও কথা বলার অধিকার দিতে হবে।
এইচটি/এমকে