চলছে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে গোলাগুলি পর্যন্ত হতে দেখা গেছে তৃণমূল অ বিজেপির সমর্থকদের মধ্যে। নেতাদের মুখের ভাষা নিয়েও টকশো সরগরম।
ঠিক এমন সময়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মদন মিত্র আর বিজেপির প্রার্থী টালিউডের তিন জনপ্রিয় নায়িকা- শ্রাবন্তী, তনুশ্রী এবং পায়েল এক কাণ্ড বাঁধালেন।
গেলো রোববার ছিল দোলের দিন। আর সেই দিন গঙ্গাবক্ষে তৃণমূল প্রার্থী মদন মিত্রের সঙ্গে বিজেপি প্রার্থী শ্রাবন্তী, তনুশ্রী ও পায়েল আবির খেলেন। একই সঙ্গে সেলফি তোলেন। শুধু তাই না মদন মিত্রের 'ও লাভল' গানের সঙ্গে নাচতেও দেখা যায় বিজেপির তারকা প্রার্থীদের।
এখানেই শেষ নয় তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের 'খেলা হবে' গানের সঙ্গেও পা মেলান তারা।
নিজ দলের তারকা প্রার্থীদের এমন আচরণে বেজায় চটেছেন বিজেপি নেতা তথাগত রায়।
তিনি ফেসবুকে নিজ দলের তারকা প্রার্থীদের বিঁধে লিখেছেন, 'নগরীর নটী চলে অভিসারে যৌবনমদে মত্তা! এই নটীদের এখনো এই বোধ হয়নি যে রাজনীতিটা অভিসার নয়। শেষপর্যন্ত বাসবদত্তার অবস্থা না হলেই ভালো।'
তবে কলকাতার গণমাধ্যমের খবর- মদন মিত্র স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এর সঙ্গে রাজনীতির কোনো সংযোগ নেই। শ্রাবন্তী, পায়েল, তনুশ্রীরাও বলেছেন, এটা দোলের অনুষ্ঠান। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।
এম