তিনি মিশুক, তিনি বিনয়ী। তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। তিনি বিদ্যা সিনহা সাহা মিম। একজন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা মিম এখন চিত্রনায়িকা।
আজ ১৪ এপ্রিল রমজানের প্রথম দিনে পরিবারের সবাইকে নিয়ে মুসলমানদের ধর্মীয় আয়োজনে সামিল হলেন মিম। ঘণ্টা খানেক আগে ইফতারের ছবি পোস্ট করে দিলেন সম্প্রীতির বার্তা৷
ওই ছবিতে ধর্মের ভেদাভেদ ভুলে মিম যেন সবাই মিলেমিশে গড়ে তোলা অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্রটাই তুলে ধরতে চাইলেন৷
ফেসবুকে পোস্ট করা ছবিতে বাবা, মা, বোন ও এক আত্মীয়ার সঙ্গে দেখা গেছে মিমকে। টেবিলে তারা বসেছেন বাহারি খাবারে ইফতার সাজিয়ে৷
ক্যাপশনে মিম লিখেছেন, 'প্রথম রমজানের ইফতার'।
আর সেই পোস্টটি লাইক, কমেটস ও শেয়ারে ভাসছে। তার অসাম্প্রদায়িক চেতনার প্রশংসা করছেন মানুষ।
এম