ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

নগরবাসীকে নববর্ষের উপহার দিলাম

বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ , ০২:০৪ পিএম


loading/img

হাতিরঝিলের সমন্বিত উন্নয়ন প্রকল্প নগরবাসীকে বাংলা নববর্ষের অগ্রিম উপহার দিলাম। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। নতুন বছরের প্রথমে হাতিরঝিলে নির্মিত অত্যাধুনিক অ্যাম্পিথিয়েটার ও ডিজিটাল মিউজিক্যাল ড্যান্সিং ওয়াটার ফাউন্টেন ঢাকাবাসীসহ গোটা দেশের মানুষের চিত্ত-বিনোদনের জন্য নববর্ষের উপহার হিসেবে দিলাম।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, জীবনযুদ্ধে হিমশিম খাওয়া মানুষগুলোর চিত্ত-বিনোদনের সুযোগ এমনিতেই কম। বর্তমান সরকার জীবনটাকে সহজ করার চেষ্টা করছে। হাতিরঝিলের দৃষ্টিনন্দন স্থাপনা মানুষকে কিছুটা হলেও চিত্ত-বিনোদনের সুযোগ করে দেবে। তবে এটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব।

তিনি বলেন, আমাদের পবিত্র ধর্ম ইসলামও বলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই সবার প্রতি আহ্বান জানাব আসুন আমাদের শহরটা নিজেরাই সুন্দর রাখি।

এদিকে প্রকল্প পরিচালক জানান, গ্রিক ও রোমান সভ্যতার আদলে নির্মিত অ্যাম্পিথিয়েটার ও ওয়াটার ফাউন্টেন নির্মাণে প্রায় ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হয়েছে। হাতিরঝিলে নির্মিত এই অ্যাম্পিথিয়েটারে একসঙ্গে ২ হাজার দর্শক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এটি দেখতে পানির ওপর পাপড়ি মেলে থাকা ফুলের মতো।

বিজ্ঞাপন

তিনি জানান, এ উন্মুক্ত থিয়েটারটি রাষ্ট্রীয়, জাতীয় ও আন্তজার্তিক অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি নগরবাসীর সাংস্কৃতিক চাহিদা মেটাতে সক্ষম হবে। আর বিভিন্ন জাতীয় দিবসে ঐতিহ্য তুলে ধরবে ওয়াটার ফাউন্টেন।

বিজ্ঞাপন

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |