বর্তমান সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত এ ধারাবাহিকটির কাবিলা, শুভ, হাবু ভাই, পাশা ভাই, অন্তরা নামের চরিত্রগুলোও যেনো দর্শকদের কাছে জীবন্ত হয়ে উঠেছে। গেলো ১৩ এপ্রিল শেষ হয়েছে নাটকটির তৃতীয় সিজন।
পরবর্তী সিজন কবে শুরু হবে কিংবা আদৌ শুরু হবে কিনা সে বিষয়ে পরিষ্কার কোন বার্তা না দিলেও দর্শকদের কিছুটা আশার আলো দেখিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
-
আরও পড়ুন... ধর্মের টানে অভিনয় ছেড়ে কটাক্ষের শিকার অভিনেত্রী!
এদিকে নাটকটির তৃতীয় সিরিজে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করেছেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। সিজন শেষ হলেও এখনও ‘ব্যাচেলর পয়েন্ট’র ঘোরে আছেন এ অভিনেত্রী। দর্শকমহলে ফারিয়া এখন ‘অন্তরা’ নামেই বেশি পরিচিত।
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করার পর আমার আসল নাম হারিয়ে গেছে। সবাই এখন আমাকে অন্তরা নামেই ডাকছেন। হুট করে রাস্তাঘাটে কানে আসে ‘ওই যে অন্তরা যাচ্ছে’। বিষয়টি খুব উপভোগ করি। এর মানে অন্তরা চরিত্রটি দর্শকরা গ্রহণ করেছেন।’
এই অভিনেত্রী মনে করেন, ‘অন্তরা’ চরিত্রটি মিডিয়ায় তাকে দ্বিতীয় জীবন দিয়েছে। নাটকটির সিজন ফোর আসুক, দর্শকদের মতো ফারিয়ারও এমনই প্রত্যাশা।
-
আরও পড়ুন... বৃহস্পতিবার থেকে গণপরিবহন চালুর চিন্তা : কাদের
এনএস