ঢাকাশুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ইরফান খানের মৃত্যুর এক বছর আজ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ , ১০:৩৮ এএম


loading/img
ইরফান খান

ক্যানসার আক্রান্ত হয়ে গত বছর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউড অভিনেতা ইরফান খান। ২০২০ সালের ২৯ এপ্রিল মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ (২৯ এপ্রিল) ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকী।

বিজ্ঞাপন


আরও পড়ুনঃ এবার অ্যারাবিয়ান গান নিয়ে হাজির হিরো আলম (ভিডিও)

মৃত্যুর আগে দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন ইরফান। ওই বছরের ২৮ এপ্রিল রাতে কোলন ইনফেকশন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা।

বিজ্ঞাপন

ইরফানের শূন্যতা অনুভব করেন তার পরিবার ও ভক্তরা। তবে এই অভিনেতার স্ত্রী সুতপা মনে করেন আজও তার পাশেই আছেন ইরফান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাঝে মাঝে মনে হয় সবকিছু আগের মতোই আছে। তিনি (ইরফান) আমার পাশেই থাকে, শুধু শারীরিকভাবে নেই।’

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |