ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর নামক স্থানে বাস চাপায় মোটরসাইকেল আরোহী মারা গেছেন। তার নাম জিলহজ বিশ্বাস।
এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক জাহান্দার আলী বাপ্পি বিশ্বাস। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে আজিজ পাইপ মিল থেকে অফিস শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি বাস তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জিলহজ বিশ্বাস নিহত হন। আহত হয় বাপ্পি বিশ্বাসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ঘাতক বাসটি আটক করা যায়নি। বাস শনাক্তের চেষ্টা চলছে।
জিলহজ বিশ্বাসের মরদেহ ফরিদপুর মেডিক্যালে কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
জেএইচ