ঢাকামঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

আবারও আইসিইউতে চিত্রনায়ক ফারুক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৬ মে ২০২১ , ০৫:৩০ পিএম


loading/img
চিত্রনায়ক ফারুক

ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দীর্ঘদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখার পর তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছিলো। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও এই অভিনেতাকে আইসিউতে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ১ মে তাকে আবারো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান। তিনি বলেন, ‘গত মাসে মাত্র দুই দিনের জন্য কেবিনে আনা হয় ফারুককে। তার সুস্থতার ব্যাপারে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি নিয়ে নতুন কোনো তথ্য দেওয়ার মতো নেই। চিকিৎসক আমাদের ধৈর্য ধরতে বলেছেন। আমরা তা–ই করছি। দেশবাসীর কাছেও ফারুকের জন্য দোয়া চাই।’

প্রসঙ্গত, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নায়ক ফারুক আট বছর ধরে চিকিৎসা নিচ্ছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চে সিঙ্গাপুরে যান তিনি। পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফারুক। দীর্ঘদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। মাঝে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। এ হাসপাতালে মোট ৮২ দিন ধরে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। তার মধ্যে মাত্র ১২ দিন ছিলেন কেবিনে। হাসপাতালে ফারুকের পাশে দিনে দুই দফায় চার ঘণ্টা থাকার সুযোগ পান তার স্ত্রী ফারহানা পাঠান।

বিজ্ঞাপন

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |