ঢাকারোববার, ০৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

কুসুমের ‘মরীচিকা’

বিনোদন ডেস্ক

রোববার, ২৭ জুন ২০২১ , ০৪:৩৯ পিএম


loading/img
কুসুম শিকদার

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার দীর্ঘদিন কাজের বাইরে রয়েছেন। বিরতি ভেঙে আসছে ঈদে তার নতুন গান প্রকাশ হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

নতুন গানের শিরোনাম ‘মরীচিকা’। এতে কুসুম শিকদারের বিপরীতে রয়েছেন কাজী সাকিব। গানটি লিখেছেন কুসুম নিজেই। গানের টিউন ও কম্পোজিশন করেছেন মাহমুদ সানি। 

সম্প্রতি কক্সবাজার ও টেকনাফে গানটির ভিডিও ধারণ সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

কুসুম শিকদার বলেন, ‘পেশাগত সঙ্গীতশিল্পী না হলেও গান ভালোবাসি বলেই এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ। বেশ লম্বা একটা সময় পর সেই চেনা জগতে ফিরলাম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অতীতের স্মৃতিগুলো মনে পড়ছিল।’

এর আগে ২০১৭ সালে ‘নেশা’ নামে একটি গানে কণ্ঠ দেন কুসুম। মিউজিক ভিডিওতে তার সাহসী উপস্থাপনা হইচই ফেলে দিয়েছিল। ২০২০ সালে ‘ম্যাজিক বাউলিয়ানা’র তৃতীয় আসরের এক প্রতিযোগীর সঙ্গে ‘তোমায় হৃদ মাজারে রাখিবো’ শিরোনামের একটি দ্বৈত গানে সঙ্গে কণ্ঠ দেন কুসুম শিকদার।

নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের আগে নজরুল অ্যাকাডেমিতে নজরুলসঙ্গীত ও উচ্চাঙ্গসঙ্গীতে তালিম নেয়া কুসুম শিকদার নজরুল অ্যাকাডেমিতে কোর্স শেষ করেও ওস্তাদ ফুল মোহাম্মদ ও ওস্তাদ মোরশেদের কাছে তালিম নেন।

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |