প্রেমের কারণে অভিনেতা মিতুলকে অপহরণ!
বিদেশ থেকে দেশে ফিরে প্রথমবার গ্রামে খালার বাড়িতে বেড়াতে যান মিতুল। তার ফটোগ্রাফির শখ। আর তাই ক্যামেরা হাতে গ্রামের মেঠোপথ ধরে বেরিয়ে পড়েন। প্রকৃতির ছবি তুলতে গিয়ে হঠাৎ তার ক্যামেরায় ধরা পড়ে সেই গ্রামের অনিন্দ্য সুন্দরী মেয়ে রিক্তার মুখ।
প্রথমে খুনসুটি হলেও এক পর্যায়ে মিতুল ও রিক্তার মধ্যে প্রেম হয়। মিতুলকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে রিক্তা। কিন্তু তাদের প্রেমে বাধ সাধে সেই গ্রামের বখাটে ছেলে আরফান আহমেদ। সে দাবি করে তাকে ছাড়া রিক্তাকে অন্য কেউ বিয়ে করতে পারবে না। আর এ কারণেই আরফান তার সঙ্গীদের দিয়ে মিতুলকে অপহরণ করে জঙ্গলে আটকে রেখে নির্যাতন চালায়। এরপর ঘটনা অন্যদিকে মোড় দেয়।
বাস্তবে নয়, ঘটনাটি দেখা যাবে ‘ঘুম আমায় ডাকছে’ শিরোনামের একটি একক নাটকে। সম্প্রতি নারায়ণগঞ্জে নাটকটির দৃশ্যধারণ শেষ হয়েছে। বর্তমানে নাটকটির সম্পাদনার কাজ চলছে।
রুহুল আমিন পথিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয় সরকার। এতে জুটি বেঁধেছেন আফফান মিতুল ও ফারজানা রিক্তা। খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
এনএস
মন্তব্য করুন