রাজধানীর এলিফ্যান্ট রোডে এয়ার কন্ডিশনের (এসি) কম্প্রেসার বিস্ফোরণে চার জন দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন।
দগ্ধরা হচ্ছেন সোহেল (২৭), উৎপল চক্রবর্তী (৪৫), মোনায়েম (৫৫) ও আলি রেজা (৩২)।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের আগের গলির ১২ তলা একটি ভবনের নিচ তলায় এসির কম্প্রেসার বিস্ফোরণের আওয়াজ শুনতে পান তারা। সেখানে রংয়ের কাজ করছিলেন শ্রমিকরা।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি)আতিকুর রহমান বলেন, এলাকাবাসীর কাছে শুনেছি এসি বিস্ফোরণ হয়েছে। পরে চার জনকে ঢামেকে নেয়া হয়েছে।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
ওয়াই/জেএইচ