ঢাকাবুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

ঢাকায় এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ৪

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ৩০ এপ্রিল ২০১৭ , ০৮:০২ পিএম


loading/img

রাজধানীর এলিফ্যান্ট রোডে এয়ার কন্ডিশনের (এসি) কম্প্রেসার বিস্ফোরণে চার জন দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

দগ্ধরা হচ্ছেন সোহেল (২৭), উৎপল চক্রবর্তী (৪৫), মোনায়েম (৫৫) ও আলি রেজা (৩২)।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের আগের গলির ১২ তলা একটি ভবনের নিচ তলায় এসির কম্প্রেসার বিস্ফোরণের আওয়াজ শুনতে পান তারা।  সেখানে রংয়ের কাজ করছিলেন শ্রমিকরা।

বিজ্ঞাপন

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি)আতিকুর রহমান বলেন, এলাকাবাসীর কাছে শুনেছি এসি বিস্ফোরণ হয়েছে। পরে চার জনকে ঢামেকে নেয়া হয়েছে।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

ওয়াই/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |