পুলিশ-সাংবাদিকদের জন্য আকুতি পরীমণির (ভিডিও)
আমি মরবো আর দুনিয়া দেখবে না, আমি লাইভ কাটবো না। যতক্ষণ না থানা থেকে লোকজন আসে, মিডিয়া আসে ততোক্ষণ লাইভ চলবে।
ভাই আপনারা আমার অবস্থা বুঝতে পারছেন। বনানী থানা এখানেই, অথচ কেউ আসছে না। আমার তো তাদের হেল্প লাগবে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। তিনদিন ধরে আমি বিছানা থেকে উঠতে পারিনা।
এনএস
মন্তব্য করুন
বিজয় দিবসে জেমসের ওপেন কনসার্ট
মহান বিজয় দিবস উপলক্ষে ওপেন কনসার্টে পারফর্ম করবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। শুধু তিনিই নন, দেশের জনপ্রিয় একঝাঁক সংগীতশিল্পীও গান গাইবেন এই কনসার্টে।
‘সার্বজনীন কনসার্ট’শিরোনামে কনসার্টটির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই কনসার্টের ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত হবে এই কনসার্ট। সেখানে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো হবে। এছাড়াও ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি প্রত্যাশাও করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
জেমসের মঞ্চে ওঠা প্রসঙ্গে গণমাধ্যমকে রবিন ঠাকুর বলেন, অনেক দিন পর দেশের কোনো ওপেন কনসার্টে পারফর্ম করবেন জেমস ভাই। এই মাসেই দেশের বেশ কয়েকটি কনসার্টে গাইবেন তিনি। বিজয় দিবসের কনসার্টের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।
বিজয় দিবসের এই কনসার্টে জেমস ছাড়াও আরও গান গাইবেন বেবী নাজনীন, কনক চাঁপা, মনির খান, প্রীতম, ইমরান, কনা ও একদল লোকশিল্পী।
এ ছাড়া কনসার্টে অংশ নেবে ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফার মতো বেশ কয়েকটি ব্যান্ড। আগামী ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে কনসার্টটি।
আরটিভি/এইচএসকে
অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ে বিতর্ক, মুখ খুললেন বুবলী
নববধূর সাজে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে চিত্রনায়িকার বিয়ের সাজের কিছু ছবি ভেসে বেড়াচ্ছে। আর এতেই শোরগোল পড়ে গেছে নেটিজেনদের মাঝে।
আর সেসব ছবি ঘিরে রটে গেছে নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছেন বুবলী! কেউ আবার জানতে চেয়েছেন, অভিনেত্রীর সঙ্গে বরের সাজে থাকা অল্প বয়সী ছেলেটির নামও। এবার সেই বিয়ে বিতর্কে মুখ খুললেন বুবলী।
সম্প্রতি এক ওয়েডিং ফটোশুটে অংশ নেন তিনি। সেখানেই তোলা কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মূলত গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সাজেন বুবলী। সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান।
কিন্তু মডেলের সঙ্গে বুবলীর বয়সের পার্থক্যটা স্পষ্ট। যে কারণে তাদের ফটোশুট নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে। অনেকেই আবার নায়িকার সঙ্গে তরুণের যুগলবন্দীকে ‘অসম’ জুটি হিসেবেও দেখছেন।
গণমাধ্যমে বুবলী বলেন, সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে।
অল্প বয়সী ছেলের সঙ্গে ফটোশুট প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে। সেই আমরা যদি কিছু ভিন্নতা না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না।
গৌতম সাহা বলেন, বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। কাজের জায়গায় সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময়মতো কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে।
তিনি আরও বলেন, কাজ ছাড়া বুবলী কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায় না। সবসময় বলে, আগে কাজ তারপর খাওয়া-দাওয়া। সম্প্রতি বুবলীকে নিয়ে একটা বিউটি পার্লারের ফটোশুট করেছি। ভাইরাল ছবিগুলোতে বুবলীর সঙ্গে থাকা মডেলের নাম ওয়াসিফ খান।
প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন স্টেজ শো, প্রোমোশন ও ফটোশুটে ব্যস্ত রয়েছেন শবনম বুবলী। শিগগিরই নতুন ছবিতে দেখা যাবে তাকে। বর্তমানে তার হাতে রয়েছে, ‘চাদর’, ‘জংলি’, ‘পুলসিরাত’, ‘প্রেম পুরাণ’, সাইফ চন্দনের ‘কয়লা’, ‘তুমি যেখানে আমি সেখানে’, ‘ছায়া’সহ বেশ কয়েকটি সিনেমা।
আরটিভি/এইচএসকে
গ্রেপ্তার আল্লু অর্জুন
ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। তার ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা-২ ছবির প্রিমিয়ার দেখতে গিয়েছিলেন রেবতী নামে এক নারী। সঙ্গে ছিল তার ছেলে। আল্লু অর্জুন সিনেমা হলে পৌঁছাতেই তার নাগাল পেতে অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় ওই নারীর। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তার আট বছরের ছেলেকে। আরও কয়েক জন ওই দিন ভিড়ের মধ্যে আহত হয়েছিলেন।
এরপরই চিক্কদাপল্লী পুলিশ স্টেশনে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ, অনুষ্ঠানের আয়োজক এবং অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে রেবতীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। অভিনেতার সিকিউরিটি টিমের বিরুদ্ধেও অভিযোগ ওঠে।
ওই দিন ওই প্রেক্ষাগৃহে পুষ্পা-২ ছবির স্ক্রিনিংয়ে পৌঁছেছিলেন আল্লু অর্জুনের প্রচুর ভক্ত। অভিনেতা প্রেক্ষাগৃহে পৌঁছাতেই সবাই তার কাছে পৌঁছানোর জন্য হুড়োহুড়ি শুরু করেন। তার জেরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই পদপিষ্ট হয়ে আহত হন। আল্লু অর্জুনের সিকিউরিটি টিম কোনোভাবেই ভিড় সামাল দিতে পারেনি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।
এই দুর্ঘটনার পর শোকপ্রকাশ করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন আল্লু অর্জুন। তিনি বলেন, বিষয়টি এখনও বিশ্বাস হচ্ছে না। যা ঘটেছে তা জানার পর মাথা ঠিক রাখতে পারিনি। অত্যন্ত মর্মাহত হয়ে পড়েছি আমি।
তিনি আরও বলেন, আমার ২৫ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা কেবলমাত্র ওই পরিবারের পাশে দাঁড়ানোর একটি পন্থা। ওদের বিব্রত করতে চাই না। ওদের শোক সামলানোর প্রয়োজনীয় সময় দিতে চাই। এ ক্ষতি অপূরণীয়। ওরা একটু সামলে উঠলে আমি গিয়ে দেখা করে আসব। যেকোনো প্রয়োজনে ওদের পাশে থাকব।
উল্লেখ্য, মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে। ছুঁয়েছে ১,০৫০ কোটি রুপি আয়ের মাইলফলক। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় সপ্তাহেও ভালো দর্শক পাবে আল্লু-রাশমিকার সিনেমাটি। আয় ১৭ শ’ কোটি রুপি ছাড়াবে।
আরটিভি/একে/এস
দুর্ঘটনায় আহত অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ
দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। এই নির্মাতা বর্তমানে নির্মাণ করছে ‘হাউ সুইট’ নামের ওয়েব ফিল্ম।
এদিকে, ‘হাউ সুইট’ নামের ওয়েব ফিল্মের শুটিংয়ের সময় স্কুটি দিয়ে দুর্ঘটনায় অভিনেতা অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাজল আরেফিন অমি।
পোস্ট দিয়ে তিনি লিখেছেন, আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল,তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়।
এরপর বলেন, সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিন এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা সুস্থতা কামনা করেছেন। এক ভক্ত লিখেছেন, দোয়া করি আপনারা পুরো টিম সুস্থতার সাথে আমাদেরকে একটি ভালো কাজ উপহার দিতে পারেন।
আরেকজন লিখেছেন , ফি আমানিল্লাহ দোয়া রইলো সবার জন্য।
ওয়েবফিল্মটিতে অপূর্ব-ফারিণ ছাড়া আরও অভিনয় করছেন বাচ্চু, শিমুল শর্মা প্রমুখ।
আরটিভি /এএ
ভক্তের মৃত্যু, ১৪ দিনের ‘রিমান্ডে’ আল্লু অর্জুন
ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। তার ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) পরিবারের লোকজনের উপস্থিতিতে জুবিলি হিলসের বাড়ি থেকে আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গ্রেপ্তারের পর অভিনেতাকে স্থানীয় নামপল্লি আদালতে তোলা হয়। পরে আদালত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা-২ ছবির প্রিমিয়ার দেখতে গিয়েছিলেন রেবতী নামে এক নারী। সঙ্গে ছিল তার ছেলে। আল্লু অর্জুন সিনেমা হলে পৌঁছাতেই তার নাগাল পেতে অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় ওই নারীর। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় তার আট বছরের ছেলেকে। আরও কয়েক জন ওই দিন ভিড়ের মধ্যে আহত হয়েছিলেন।
এদিকে, মুক্তির পর থেকে এখন পর্যন্ত ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে বড় রেকর্ড গড়েছে। ছুঁয়েছে ১,০৫০ কোটি রুপি আয়ের মাইলফলক। ভারতীয় সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় সপ্তাহেও ভালো দর্শক পাবে আল্লু-রাশমিকার সিনেমাটি। আয় ১৭ শ’ কোটি রুপি ছাড়াবে।
আরটিভি /এএ/এআর
বেডরুমে ঢুকে আল্লু অর্জুনকে গ্রেপ্তার, পোশাক বদলানোর সময় দেয়নি পুলিশ
‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়েরের পর শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অর্জুনকে। গ্রেপ্তাররের পর নিম্ন আদালত আল্লু অর্জুনকে ১৪ দিনের রিমান্ডে পাঠানোর পর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি।
এদিকে আল্লু অর্জুনকে গ্রেপ্তারের সময় তার সঙ্গে মোটেই আলাদা আচরণ করেনি ভারতীয় পুলিশ। সোজা এই দক্ষিণী সুপারস্টারের বেডরুমে ঢুকে যায়। তাকে পোশাক পরিবর্তন করার সুযোগও দেয়নি।
এদিকে আল্লুর গ্রেপ্তারে অনেকেই নাখোশ। ক্ষোভ প্রকাশ করেছেন সহশিল্পী রাশমিকা মান্দানা। তবে কারামুক্ত হয়ে আল্লু অর্জুন এর উল্টো। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিন বলেন, আমি নাগরিক হিসেবে বরাবর সমস্ত আইন মেনে চলেছি। এক্ষেত্রেও সমস্ত ধরনের সহযোগিতা করতে চাই। আরও একবার নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।
আরটিভি /এএ/এস
জেল থেকে বেরিয়ে যা বললেন আল্লু অর্জুন
‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়েরের পর শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অর্জুনকে। গ্রেপ্তাররের পর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমে আল্লু বলেন, নিহতের পরিবারের প্রতি আমি ব্যথিত। গোটা ঘটনায় শোকাহত। দেশের আইনকে সম্মান করি। কথা দিচ্ছি, এই দুর্ঘটনার তদন্তে সব সাহায্য করব।
প্রসঙ্গত, ৪ ডিসেম্বর রাতে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে ছিল ‘পুষ্পা-২’ প্রিমিয়ার শো। প্রিমিয়ার ঘিরে থিয়েটারের বাইরে ভিড় জমাতে থাকে দর্শকরা। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে লাঠিচার্জ করতে শুরু করে। সেই সময় উপস্থিত হন অভিনেতা আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে দর্শকের উত্তেজনা আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে পদদলিত হয়ে আহত হন রেবতী ও তার ছেলে শ্রী তেজ। গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রেবতীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১১ ডিসেম্বর নিহতের স্বামী অভিযোগ দায়ের করেছিলেন। সেই ঘটনার ৮ দিন পর গ্রেপ্তার হন অভিনেতা।
এদিকে আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মৃতার স্বামী ভাস্কর। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেপ্তার হওয়ার খবর জানতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওর তো কোনো হাত নেই।
আরটিভি/এএ/এস