ঢাকাশুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

আশা ভোঁসলের রেস্তোরাঁয় যা খেলেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৫ আগস্ট ২০২১ , ০৯:২৫ এএম


loading/img

ভারতের জীবন্ত কিংবদন্তি আশা ভোঁসলে। যুক্তরাজ্যের বার্মিংহামে তার একটি রেস্তোরাঁ রয়েছে। ভারতীয় খাবার চেখে দেখতে গেলো শনিবার (২১ আগস্ট) সন্ধ্যায় সেই রেস্তোরাঁয় গিয়েছিলেন হলিউড তারকা টম ক্রুজ। সেখানে দুই ঘন্টা সময় কাটিয়েছেন এই তারকা অভিনেতা।

বিজ্ঞাপন

রেস্তোরাঁর বাইরে কর্মকর্তাদের সঙ্গে টম ক্রুজের ছবিসহ বার্মিংহাম লাইভের করা প্রতিবেদনটি টুইট করে আশা ভোঁসলে লিখেছেন, ‘বার্মিংহামের আশাজ-এ খেয়ে টম ক্রুজের ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি। আশা করি, শীঘ্রই আমাদের দেখাও হবে।’

জানা যায়, আশার রেস্তোরাঁয় গিয়ে মসলাদার চিকেন টিকিয়া খেয়েছেন টম ক্রুজ। প্রথমবার মসলাদার তবে হালকা কম ঝালের একটা চিকেন টিকিয়া নেন তিনি। পরেরবার ঝালটা একটু বাড়িয়ে আরেকটা দিতে বলেন। ভারতীয় খাবার খেয়ে বেশ মজাও পেয়েছেন টম।

বিজ্ঞাপন

আশার মহাব্যবস্থাপক নুমান ফারুকিকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, ‘টম ক্রুজ এখানে এসে বললেন আপনারা ব্যস্ত হবেন না। আমি এখানকার পরিবেশটা উপভোগ করতে চাই। আর দশজন সাধারণ ক্রেতার মতোই ভারতীয় একটা খাবার খেয়ে দেখতে চান। দু–একজন তাঁকে চিনতে পারলেও বেশির ভাগ লোকই তাকে চিনতে পারেনি।'

তিনি আরও বলেন, কেউ কোনো হইচই করেনি। কিন্তু তিনি বেরিয়ে যাওয়ার পর অন্য ক্রেতাদের মধ্যে একটু উত্তেজনা লক্ষ্য করা গেছে। ছবি তুলতে চাইলে রেস্তোরাঁর বাইরে সামাজিক দূরত্ব বজায় রেখে ছবি তুলতে রাজি হন টম ক্রুজ। প্রথম ছবিটায় তার মুখে মাস্ক পরা ছিল। পরে নিজেই মাস্ক খুলে বললেন আরেকটি ছবি নিন।’

বর্তমানে ‘মিশন ইম্পসিবল সেভেন’ এর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন টম ক্রুজ। ইউরোপের বিভিন্ন লোকেশনে এই হাই অক্টেন সিনেমার শুটিং চলছে। মুক্তির অপেক্ষায় রয়েছে টপ গান: ম্যাভেরিক। সবকিছু ঠিক থাকলে ক্রিস্টোফার ম্যাককুয়ারি পরিচালিত এই সিনেমাটি আগামী বছরের ২৭ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী মাসের ৮ তারিখে ৮৮ বছরে পা দেবেন আশা ভোঁসলে। তার দখলে রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। কোনও একজন শিল্পীর রেকর্ড করা গানের সংখ্যায় তিনি বিশ্বের সবাইকে ছাপিয়ে গিয়েছেন। গানের জগতে এক অনন্য ধারা তৈরি করেছিলেন এই গায়িকা।

বিজ্ঞাপন

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |