ঢাকামঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

জনগণ সিদ্ধান্ত নেবে কার ভিশন গ্রহণ করবে

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৪ মে ২০১৭ , ০৮:৫৩ পিএম


loading/img

যারা অতীতে কথা দিয়ে কথা রাখেনি তাদের ভিশন না, যারা কথা দিয়ে কথা বাস্তবায়ন করেছেন তাদের ভিশন গ্রহণ হবে সেটা জনগণই সিদ্ধান্ত গ্রহণ করবেন। বললেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিজ্ঞাপন

রোববার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানালেন তিনি।

নাসিম বলেন, সংবিধান মেনে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন হবে। নির্বাচনে অংশ নেয়ার অধিকার বিএনপির আছে। তবে নির্বাচনের কথা বলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে দলটি।

বিজ্ঞাপন

তিনি বলেন, জনগণের ভোটে জয় পরাজয় মেনে নিতে হবে। এ নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নেই। বিএনপি নির্বাচনে আসবে ভাল কথা।  আমরা তাদেরকে স্বাগত জানাই।  তবে নির্বাচন নিয়ে কোনো পানি ঘোলা করার চেষ্টা করলে লাভ হবে না।

নার্সদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একজন রোগীর কাছে নার্স হচ্ছেন মায়ের মতো, বোনের মতো। আপনারা মায়ের মমতা ও বোনের ভালোবাসা নিয়ে রোগীদের প্রতি সেবিকার হাত বাড়িয়ে দেবেন। সেবার মানসিকতা নিয়ে রোগীর পাশে দাঁড়াবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হারুণ অর রশিদের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নার্সিং ও মিডওয়াইফারি) সুভাষ চন্দ্র সরকার, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এমসি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |