ঢাকাসোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

রাজপথে নামছেন পপি!

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৫ মে ২০১৭ , ১১:২২ এএম


loading/img

সবশেষ দেশীয় প্রেক্ষাগৃহে হিন্দি ছবি প্রদর্শন বন্ধের আন্দোলনে রাজপথে নেমেছিলেন গ্লামারাস নায়িকা পপি। আবারো রাজপথে নামছেন তিনি। এবার কোনো আন্দোলন সংগ্রামে না।

বিজ্ঞাপন

'রাজপথ' নামে ছবিতে কাজ করতে যাচ্ছেন 'গার্মেন্টস কন্যা' খ্যাত এ নায়িকা। পরিচালনা করবেন জাভেদ জাহিদ। পপির সঙ্গে জুটি হবেন জায়েদ খান।

অনেকদিন ধরে নতুন কোনো ছবি হাতে নেই। মুক্তি প্রতীক্ষিত ছবি কোনো এক অজ্ঞাত কারণে রিলিজ হচ্ছে না। তাই নতুন ছবির কাজ পেয়ে খুশী নায়িকা। 

বিজ্ঞাপন

এ ব্যাপারে পপি বললেন, রাজনৈতিক গল্পের ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছি। রাজনৈতিক অস্থিরতা সবসময় নেতাদের নানা হুমকি ও বাধা আসে। এসব সমস্যার মোকাবেলা করেই সামনে এগিয়ে যাই। একটি চ্যালেঞ্জ চরিত্র আশা করছি দর্শকদের ভালো লাগবে।

পপি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের 'কুলি' ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। তিনি মেঘের কোলে রোদ, কি যাদু করিলা, গঙ্গাযাত্রা ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

এইচএম   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |